শাবিপ্রবি প্রতিনিধি
শাবির সহায়ক কর্মচারী সমিতির পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত ( কর্মচারীদের সংগঠনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণী ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই অনুষ্টানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল খান এর সঞ্চালনায় ও মো. সাহাজাহান সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
এছাড়া বিষেশ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সহায়ক কর্মচারী সমিতির নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, শাবি সহায়ক কর্মচারী সমিতির কার্যকরী সদস্য জুয়েল মিয়া, শাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি সাদেক আহমেদ, সিনিয়র ল্যাব এসিসটেন্ট আব্দুর রউফ, কাম-কম্পিউটার শামীমুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে সহায়ক কর্মচারী সমিতির নেতারা তাদের প্রমোশন, সার্টিফিকেট নথিভুক্তকরণ, বার্ষিক বাজেট বৃদ্ধি, বাস সার্ভিসসহ নানা ধরণের দাবি উত্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, কর্মচারীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। কর্মচারীরা যদি নিষ্টার সাথে কাজ করে বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। তাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করে কাজ করতে হবে।
উপ-উপাচার্য আরো বলেন, কর্মচারীদের সকল দাবির সাথে প্রেক্ষিতে উপ-উপাচার্য বলেন যাদেও প্রমোশন আটকে আছে তাদের প্রমোশনের জন্য উপাচর্যের সাথে কথা বলবো। এটার প্রসিডিউর করার জন্য তিনি রেজিস্ট্রাররের দৃষ্টি আকর্ষন ও করেন। পাশাপাশি কর্মচারীরা নিজেদের স্মার্ট বাংলাদেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আরো দক্ষতা সম্পন্ন হতে বলেন উপাচার্য। যদি আপনি দক্ষতা সম্পন্ন হন থাহলে আপনার প্রমোশন এমনিতেই হবে। যদি দক্ষতাম সম্পন্ন না হন থাহলে প্রমোশন হবে না এটাই স্বাভাবিক। এজন্য সকলকে কম্পিটার প্রশিক্ষন নেওয়ার জন্য বলেন তিনি। কম্পিটার প্রশিক্ষন ফি কমিয়ে প্রশিক্ষন দিতে বিশ্ববিদ্যালয়ের আইআ্ইসিটির সাথে কথা বলবেন বলবেন বলেও বলেছেন তিনি।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৩ এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩