শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৫:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
শাবিতে দুই দিনব্যাপি ‘সিএসই কার্নিভাল` শুরু
‘সিএসই কার্ণিভাল-২০২৪’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘সিএসই সোসাইটি’ কতৃক দুই দিনব্যাপি ‘সাস্ট সিএসই কার্নিভাল-২০২৪’ শুরু হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আইআইসিটির বিল্ডিংয়ের ক্যাফেটেরিয়ার ছাদে কার্নিভালের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা ও বেলুন উড়িয়ে ‘সিএসই কার্নিভাল-২০২৪’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, ‘সিএসই বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশে বিদেশে শাবিপ্রবির সুনাম উজ্জ্বল করছে। আজকের এই আয়োজন এটাই প্রমাণ করে। আজকের এই চমৎকার আয়োজনের সফলতা কামনা করছি।’
দুইদিন ব্যাপি এই আইটি ফেস্টিবালে ৫ টি ইভেন্ট রয়েছে। ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট (আইইউপিসি), হ্যাকাথন, কোড ব্যাটল, ডিপ লার্নিং (ডিএল) ইনিগমা ও সেমিনার।
প্রতিযোগিতার অন্যতম আয়োজন হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট আইইউপিসি। এবারের আইইউপিসি প্রোগ্রামে দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ১২০ টি প্রেগ্রামিং টিম অংশগ্রহণ করছে। যেখানে প্রোগ্রামাররা নিজেদের সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে আইসিপিসি ওয়াল্ড ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
কার্নিভালের দ্বিতীয় ইভেন্ট ‘হ্যাকাথনে’ ১২ টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি টিম বাস্তব সমস্যার বা উদ্ভাবনী আইডিয়াল যগোপোযোগী ও টেকসই সমাধান প্রদর্শন করবে।
গেইম ডেভলপমেন্ট প্রেগ্রামারদের দক্ষতা যাচাই ও যোগ্য প্রতিযোগি তৈরির লক্ষ্যে তৃতীয় ইভেন্টটি হচ্ছে ‘কোড ব্যাটেল’। এই ইভেন্টে ৩৩ টি বিশ্ববিদ্যালয়ের ১৫৩টি টিম অংশগ্রহণ করেছে। কার্নিভালের চতুর্থ ইভেন্ট ‘ডিপ লার্নিং ইনিগমা’ ৯৮টি টিম প্রতিযোগিতা করছে।
উদ্ধোধন কালে সিইএসই বিভাগের প্রধান অধ্যাপক মো. মাসুম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, এপ্লাইড সাইন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. রেজা সেলিম, আইআইসিটির পরিচালক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে প্রাইজ মানি ও অথিতিদের হাতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি হবে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশ অধ্যঅপক ড. মো. কায়কোবাদ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩