সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৩:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
এ যেন স্মৃতির মিলন!
অর্থনীতি বিভাগের রিউনিয়নের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
‘এই তোরা দেখ ওর সকল চুল পেকে গেছে। ভুরিটাতে হাত দিয়ে বলতেছে মাশাল্লাহ। ভাবি মনে হয় ভালো-মন্দ রান্না করে খাওয়াচ্ছে। প্রত্যুত্তরে বলতেছে ও কিন্তু আগের মতোই আছে। ঠোঁট কাটা স্বভাবের; মুখে কিছু আটকায় না। তুই আর বদলায়লি না রে..। আর দেখ দেখ আরেকজন সবসময়ই চিরযৌবনা।’
এভাবেই দীর্ঘ দিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে নানা গল্প-আড্ডায় মেতে উঠেছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়য়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা। গত তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি দ্বিতীয় বারের মতো ‘অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আয়োজন করেছিল ‘পুনর্মিলনী’ অনুুষ্ঠানের। যেখানে বিভাগটির প্রায় একহাজারের অধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও সন্তানদের নিয়ে অংশগ্রহণ করেছিলেন।
দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে কেউ করছেন কুশল বিনিময় কেউবা ধরেছেন বুকে জড়িয়ে। কেউবা পুরোনো সেই বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনের কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। বন্ধুদের কাছে পেয়ে তাদের গল্পের ফুলঝুরি যেন শেষই হচ্ছে না। অনেকে বয়স ভুলে শরীরে সেই যৌবনের তাজা ভাব নিয়ে বন্ধুদের সাথে মেতে উঠেছে মজ-মাস্তিতে। সময়টাকে স্মৃতির পাতায় স্মরনীয় করে রাখতে মুহুর্তটাকে করেছেন ক্যামেরা বন্দি। এমনকি দীর্ঘ দিনের জমানো গল্প বন্ধুদের সাথে ভাগাভাগি করতে অনেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
তাদের আবেগ, উচ্ছ্বাস আর ভালবাসা দেখে মনে হচ্ছিল বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধন কখনো ছিন্ন হওয়ার নয়। অনুষ্ঠানটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে সাজানো হয়েছে নববধূ রূপে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, এককিলো রোড, গোলচত্বর, ডি-বিল্ডিং, কেন্দ্রীয় মিলনায়তন ও বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন, মরিচ বাতি, ল্যাম্প লাইটসহ নানা রকম সাজসজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে প্রতিটি প্রাঙ্গন।
ক্যাম্পাসকে সাজানোর পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন, আনন্দ শোভযাত্রা, সাংস্কৃতিক সন্ধ্যা, খেলাধুলা ও কনসার্টসহ অনুষ্ঠানের দুই দিন ছিল নানা আয়োজন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাস ছিল উৎসব মুখর ও প্রানবন্ত। দেশের নানা আন্দোলন-সংগ্রামে জড়িয়ে থাকা ঐতিহাসিক সেই দিনের স্মৃতি রোমান্থন করে নবীন-প্রবীণরা গল্প-আড্ডায় পুরোনো সেই ক্যাম্পাসে পার করেছে পুরো দুইদিন।
সেই স্মৃতিময় সোনালি দিনের কথা স্মরণ করে অর্থনীতি বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী বলেন জসিম উদ্দিন বলেন, পুনর্মিলনীতে সিনিয়র জুনিয়র ও বন্ধুদের সাথে এই আনন্দ মুখর সময় কাটাবো বলে আয়ারল্যান্ড থেকে এসেছিলাম। এখানে এসে সেই সময়ের স্মৃতিগুলো মনের মধ্যে বারবার দোলা দিচ্ছে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩