শাবিপ্রবি সংবাদদাতা
শাবিপ্রবি ইফতার কর্মসূচীতে হস্তক্ষেপ; প্রতিবাদে সরব ১১ ক্যাম্পাস
ছবি- আই নিউজ
ক্যাম্পাসের অভ্যন্তরে কোন ইফতার পার্টি না হওয়ার অনুরোধ জানিয়ে চরম সমালোচনার মুখে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় (নোবিপ্রবি) প্রশাসন। এর প্রেক্ষিতে দেশব্যাপী আলোচনা সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের বক্তব্য পরিবর্তন করছে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা ও বাঙ্গালির চিরাচরিত মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে দেশের প্রায় ১১ টি বিশ্ববিদ্যালয় মানববন্ধন ও গণ ইফতার কর্মসূচী পালন করা হবে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে গণমাধ্যম ও ক্যাম্পাসগুলোর সূত্রে জানা যায়।
মানববন্ধন ও গণ-ইফতার কর্মসূচী পালন করা বিশ্ববিদ্যালয় গুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
এছাড়া গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
গত ১০ মার্চ শাবিপ্রবি ও ১১ মার্চ নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল করে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ।
উল্লেখ, এই বিজ্ঞপ্তির প্রতি প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩