সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৯:৪৮, ১৯ মার্চ ২০২৪
পদের জন্য নয়, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে ছাত্রলীগ কর্মীরা
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মী সভায় অংশ নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অনেকে পদ পদবির আশায় ছাত্রলীগে কাজ করেন। কিন্তু ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা কাজ করে। তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে, মানুষের বেদনাকে সুখে রুপ দেয়ার জন্য যুগ যুগ ধরে রাজনীতি করে এসেছে ছাত্রলীগ। তারা কেউ কোন পদের জন্য নয় রাজনীতি করে নি।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শাহজালাল বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের লক্ষে আয়োজিত কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এসব সংগঠনে কাজ করার মাধ্যমে ছাত্রলীগের কর্মীরা নিজেদেরকে আরো বেশী দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবে। বিভিন্ন সংগঠনের যোগ্যতা ও দক্ষতার সাথে নেতৃত্ব দিবে। গবেষণায় মনোযোগী হবে। নাসা, গুগল ও ফেসবুকের মতো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পাসের ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
শাবি ছাত্রলীগের এই ইউনিটে নতুন নেতৃত্ব নিয়ে বলেন, কে সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছে তা আমাদের কাছে মূখ্য নয়। ছাত্রলীগের প্রত্যেক কর্মীই সমান। প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে কাজ করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভুমিকা পালন করবে। ছাত্রলীগ শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করবে।
কর্মী সভায় নারীদের উপস্থিতি কম থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই ইউনিটে কমিটি না থাকায় এখানকার কাজের পরিবেশ আধুনিক নয়। যার ফলে নারী শিক্ষার্থীরা রাজনীতিতে আগ্রহী হয়ে উঠছে না। তবে নতুন কমিটির পর নারীদেরকেও রাজনীতিতে যুক্ত করার কথা বলেন তিনি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩