শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে সমাজকর্ম দিবস পালন
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় সমাজকর্ম দিবস উপলক্ষে একটি র্যালি শিক্ষাভবন- ডি এর সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
‘‘BUEN VIVIR: shared future for transformative change'' এই প্রতিপাদ্যকে ধারণ করে এবারের সমাজকর্ম দিবস পালন করা হয়। স্প্যানিশ শব্দ BUEN VIVIR এর অর্থ সবাই একত্রে মিলেমিশে থাকা। সবাই একত্রে মিলেমিশে থাকলে সমাজকর্মের মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে।
সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তুলসি কুমার দাস, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন ,অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. শফিকুর রহমান চোধুরী, সহযোগী অধ্যাপক আবুল কাশেম, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম , সহকারী অধ্যাপক কৃত্তিবাস পাল, সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
র্যালি পরবর্তী সমাবেশে সমাজকর্ম দিবস পালনের প্রতিপাদ্য বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন।
সমাপনী বক্তব্যে অধ্যাপক মিজানুর রহমান এবারের সমাজকর্ম দিবস পালনের প্রতিপাদ্য বিষয় নিয়ে তিনি বলেন, আমরা এই ট্রান্সফর্মেটিভ চেইঞ্জের প্রতি শ্রদ্ধাশীল হবো, আমরা বিশ্বের সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবো এবং এবারের সমাজকর্ম দিবস পালনের যে মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে মনোযোগী হবো ।
উল্লেখ্য, সমাজকর্ম সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে তাদের জন্য কাজ করে। অন্যায়ের বিরুদ্ধে ও সম-অধিকার নিশ্চিতের জন্য কাজ করা সমাজকর্মের মূল লক্ষ্য। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে সমাজকর্মের ধারণা ছড়িয়ে দিতে এবং এর প্রসারের জন্য কাজ করে যাচ্ছি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩