শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১২:৪৩, ২৫ মার্চ ২০২৪
‘সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে শাবি ছাত্রলীগ’
ছবি- আই নিউজ
সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, সংকট নিরসনে ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে স্মার্ট ক্যাম্পাস ও বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রলীগের এই ইউনিট।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিমিয় কালে এসব কথা বলেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান।
মতবিনিময়কালে শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ন্ঈাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি নাজমুল হাসান, তানিম খন্দকার, সাজেদুল ইসলাম, ইউসুফ হোসেন টিটু, আশিকুর রহমান আশিক, শিমুল মিয়া, আয়াজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সুমন মিয়া, উজ্জল দাস চিনু, মো. উজ্জল মিয়া, মো. সাজ্জাদ হোসেন, জাফর উদ্দিন লাসিম ও সাংগঠনিক সম্পাদক নুরে আলম শ্রাবণ, অমিত সাহা, ফারহান হোসেন চৌধুরী আরিয়ানসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ, কার্যকরী সদস্য সাগর হাসান শুভ্র ও নুর আলমসহ ক্লাবের অন্য সদস্যরা।
এসময় শাবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খলিলুর রহমান বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করে স্মার্ট ক্যাম্পাস ও বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। শাবিপ্রবি ছাত্রলীগের এই ইউনিটকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলব। সকলেই যেন এই ইউনিটকে অনুসরণ করে।
সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, দীর্ঘ ১১ বছর পর শাবি ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। এটা সকল নেতাকর্মীদের জন্য আনন্দের। কমিটির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।
শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল নেতামকর্মীকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা ও সার্বিক উন্নয়নে শাবি ছাত্রলীগকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব কাজ করে যাবে। অতীতের মতো সামনের দিনে প্রেসক্লাবের ছাত্রলীগের সুসম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, এগারো বছর পর গত ২০ মার্চ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। নতুন কমিটি গঠিত হওয়ার পর থেকেই এই ইউনিটের নেতাকর্মীদের মনে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩