শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৬:৪৯, ২৪ এপ্রিল ২০২৪
শাবি ক্যাম্পাসে দেড় হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলো ছাত্রলীগ
গোলচত্বরের পাশে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন। ছবি- আই নিউজ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেড় হাজার বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গোলচত্বরের পাশে একটি বৃক্ষরোপণ করে এই কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি, এসডিজি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ দশ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবেই আজকে আমাদের এই কর্মসূচী। বিশ্ববিদ্যালয়কে সবুজায়ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজিবুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবির, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার পরিচালক অধ্যাপক ড. রুমেল আহমেদ, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট সায়েদ আরেফিন খাঁন ও আইকিউএসির সহকারী পরিচালক ইসরাত ইবনে ইসমাঈল।
ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফারহান রুবেল, আইরিন লিনজা, মারুফ মিয়া, টিটু মিয়া, নাজমুল, রাকিবুজ্জামান রাকিব, আশিকুর রহমান আশিক, আয়াজ চৌধুরী ও শিমুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা সায়মন পুষ্প ও উজ্জ্বল মিয়া, সাংগঠনিক সম্পাদক আর কে রাকিব, নুরে আলম শ্রাবণ, অমিত সাহা ও ফারহান হোসেন চৌধুরী আরিয়ানসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩