আই নিউজ প্রতিবেদক
রোববার থেকে খুলছে স্কুল-কলেজ
আগামী ২৮ এপ্রিল রোববার থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত
দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গরম না কমলেও আগামী ২৮ এপ্রিল রোববার থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে আর ছুটি বাড়ছে না। তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া ২৮ এপ্রিলের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
২০ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল। তীব্র দাবদাহের কারণে কাগজপত্রে বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ার কথা থাকলেও শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এক সপ্তাহ ছুটির পর রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। ওই দিন থেকে শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সেসব কার্যক্রম সীমিত থাকবে। দাবদাহ ও অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে শিখনঘাটতি পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে সারা দেশে নতুন করে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে। তাপপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩