সাগর শুভ্র, শাবিপ্রবি
আপডেট: ১৯:৪৪, ২৭ এপ্রিল ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সেবা দিয়েছে শাবি ছাত্রলীগ
ছবি- আই নিউজ
সমন্বিত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের একযোগে সারা দেশে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। আজ ২৭ এপ্রিল বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয় এই ভর্তি যুদ্ধ। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সুপেয় পানি, মেডিকেল টিম, জয় বাংলা বাইক সার্ভিস, কলম, মাস্কসহ নানা ধরণের সেবা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় গোলত্বর এর পাশে টেন্ট বসিয়ে সকাল ১০ টা থেকে কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় কাজ করেছে শাবিপ্রবি ছাত্রলীগ।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যায়, তারেই ধারাবাহিকতায় আজকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি, মাস্ক, কলম, জয় বাংলা বাইক সার্ভিস ও মেডিকেল টীমের ব্যবস্থা করি। আমরা চাই ছাত্রলীগ হবে সাধারণ শিক্ষার্থীদের কন্ঠস্বর। যারা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি, মামুন শাহ, সহ-সভাপতি, ফারহান রুবেল, নাজমুল, মারুফ মিয়া ও টিটু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সুমন মিয়া, উজ্জ্বল মিয়াসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া আগামী ভর্তি পরীক্ষাগুলোতে এই সেবা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩