আই নিউজ প্রতিবেদক
একাদশে ভর্তির আবেদন শুরু ২৬ মে
ফাইল ছবি
দেশে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৬ মে। শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে ১১ জুন পর্যন্ত।
আন্তঃবোর্ড জানিয়েছে, ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন পাঁচ কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর জুলাইয়ের শেষে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় ২৫ লাখ। আর এসএসসিতে উত্তীর্ণ ১৬ লাখের কিছু বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না।
এসএসির প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর উত্তীর্ণের পর এবার টার্গেট একাদশে ভর্তির সুযোগ নিশ্চিত করা। এবারো অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ অব্যহত রাখছে মন্ত্রণালয়। যে কার্যক্রম শুরু হবে ২৬ মে থেকে। তিনধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপ শেষ হচ্ছে ১১ জুন। ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ কলেজে আবেদন করা যাবে।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃ শিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা পাওয়া নম্বর বিবেচনা করে যদি কলেজ নির্বাচন করে, তাহলে সেই কাঙ্খিত কলেজ পাবে। কিন্তু আমরা দেখেছি, যদিও কেউ মধ্যম মানের কলেজ পাওয়া যোগ্য হলেও সে পাঁচটি প্রথম মানের কলেজের অপশন দিয়ে রাখছে। এতে সে সিলেকশন পাচ্ছে না।
চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাস করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৫ লাখ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩