শাবিপ্রবি প্রতিনিধি
তিন দাবিতে শাবি শিক্ষকদের মানববন্ধন
ছবি- আই নিউজ
অর্থ মন্ত্রণালয় কতৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এই তিন দাবিতে আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা।
রোববার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাবি শিক্ষক সমিতি এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
তিনি বলেন, এই মানববন্ধন শিক্ষক ফেডারেশনের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ। আমরা বাড়তি কিছু চাচ্ছিনা, যেটা আছে সেটা বহাল রাখার দাবি জানিয়েছি। শিক্ষকরা যেটা পাচ্ছিলেন সেটা থেকে বঞ্চিত করার অর্থ, আপনি এটা ডিজার্ভ করেননা । ৯৫ শতাংশের বেশি শিক্ষক এই দাবির সাথে একাত্মতা পোশন করেছে, দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করেছে, তার পরেও এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।
এসময় তিনি এই প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানান।
এসময় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাশ বলেন, সর্বজনীন পেনশন স্কিম বিষয়টা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার জন্য ভয়াবহ। উচ্চশিক্ষাকে টার্গেট করে নানা ধরনের স্কিম নেওয়া হচ্ছে, এটা কার্যকর হলে বাংলাদেশের শিক্ষার উপর ভয়ানক প্রভাব ফেলবে। এই সংকট সমাধানে শিক্ষক ফেডারেশনকে সরকারের সাথে বসার আহ্বান জানায়।
অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, আমরা আজ এখানে নতুন দাবি নিয়ে দাঁড়ায়নি, শিক্ষক হিসেবে আমরা যে সুবিধা পেয়ে আসছিলাম আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে দাঁড়িয়েছি । দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে তবে এবিষয়ে কেউ কর্ণপাত করছেনা। আমরা এমন কিছু করতে চাইনা যাতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। আমরা চাই, আগামী মঙ্গলবার আরেকটি কর্মসূচি আছে তার আগে সমস্যার সমাধান হোক। এই সমাধানটা খুব সহজ যেটা আছে সেটা চলমান থাক।
মানববন্ধনের শেষে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন মানববন্ধনে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী মঙ্গলবারের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩