শাবিপ্রবি প্রতিনিধি
দাবি আদায়ে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে শাবি শিক্ষকরা
ছবি- আই নিউজ
বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের জন্য জারীকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে শাবি শিক্ষক সমিতি আয়োজন করেন।
মঙ্গলবার (০৪ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এস. এম সাইফুল ইসলাম,অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. ফারুক উদ্দিন, অধ্যাপক ড. তাজ উদ্দিন,অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, অধ্যাপক ড. মুরাদ হোসেন, অধ্যাপক ড. সাবিহা আফরিন, অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. আজহারুল আরাফাত, সহকারী অধ্যাপক জনাব মনিরুজ্জামান, শাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক এস এম সাইদুর রহমান প্রমূখ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা, শিক্ষকদের মাঝে বিরাজমান উৎকন্ঠা ও অসন্তুষ্টি লাঘব করে অনতিবিলম্বে উপরিউক্ত দাবি সমূহ বাস্তবায়ন করে দ্রুত শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানান। অন্যতায় দাবি আদায়ে শিক্ষকরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩