Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২০ জুন ২০২৪

বন্যার কারণে সিলেটে ৮ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত 

সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দি অবস্থায় আছেন কয়েক লাখ মানুষ। এ অবস্থায় সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ৯ জুলাই থেকে বাকি পরীক্ষাগুলো যথারীতি হবে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানানো হয়। 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটর পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছু সময়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে।

উল্লেখ্য, আগামী ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়