Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ জুন ২০২৪
আপডেট: ১৬:৫৬, ২৯ জুন ২০২৪

‘ইনোভেশন হাব’র কার্যক্রমের মধ্যে শাবিপ্রবি অন্যতম এটা গর্বের: উপাচার্য

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইনোভেশন হাবের কার্যক্রম চালু হচ্ছে তার মধ্যে শাবিপ্রবি অন্যতম হওয়ায় এটা নিঃসন্দেহে গর্বের ব্যাপার বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

শনিবার (২৯ জুন) সকাল ১১টায় শাবিপ্রবির আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে শাবিপ্রবি ইনোভেশন হাবের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। 

ইনোভেশন হাবের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর জনাব আব্দুল ফাতাহ বালিগুর রহমান।
 
উপাচার্য আরো বলেন, আমি আশা করব শিক্ষার্থীরা এই সুযোগটি গ্রহন করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে শাবিপ্রবিকে এগিয়ে নিয়ে যাবে। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবির ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. ফরহাদ রাব্বি। 

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের একটি কোহোর্ট সম্পন্ন হয়েছে এবং আজকে এই ইনোভেশন হাব চালু হওয়ার ফলে দ্বিতীয় কোহোর্টের শিক্ষার্থীরা আরো আগ্রহের সাথে অংশগ্রহন করবে এবং পরবর্তী কোহোর্টগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে। 

অনুষ্ঠানে ইনোভেশন হাবের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইনোভেশন হাবের ন্যাশনাল কো-অর্ডিনেটর জনাব লতিফুল খাবির। 

বিশেষ অতিথির বক্তব্যে আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী দারুন সব ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করে উদ্যোক্তা হতে চায়। কিন্তু যথাযথ প্রশিক্ষণ ও পরিচর্যার অভাবে অনেকেই হারিয়ে যায়। আমরা তাদেরকে ইনোভেশন হাবের আওতায় এনে প্রশিক্ষণ, ফান্ডিং প্রদান ও জাতীয় পর্যায়ের ইনভেস্টরদের সাথে একটি সংযোগ প্রদানের ব্যবস্থা এবং পেটেন্ট এর ব্যবস্থা করে দিতে চাই।

এসময় ইনোভেটিভ আইডিয়াকে ব্যবসায়িক আইডিয়াতে পরিণত করা সম্পর্কে বিশদ আলোচনা করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ইনোভেশন ও কমার্সশিয়ালাইজেশন বিশেষজ্ঞ জনাব এ এন এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বালিগুর রহমান বলেন, শাবিপ্রবি সবসময়ই ইনোভেশন নিয়ে অগ্রনী ভূমিকা পালন করে। আমরা শাবিপ্রবিতে ইনোভেশন হাব এর কার্যক্রম শুরু করতে পেরে বেশ আনন্দিত এবং আশা করছি শিক্ষার্থীদের উপকারে আমরা একযোগে কাজ করতে পারব। এ সময় তিনি ডিজিটাল উদ্যোক্তা ও ইনোভেশন ইকোসিস্টেম সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে শাবিপ্রবির ইনোভেশন হাবের ২য় কোহোর্টে নির্বাচিত শিক্ষার্থীদের স্টার্টাপ মেন্টরিং প্রথম সেশন অনুষ্ঠিত হয়। সেশনটিতে ইনোভেটিভ আইডিয়া বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করেন প্রাভা হেলথের চিফ স্ট্র্যাটেজিক্যাল অফিসার মো. আব্দুল মতিন।

সেশনটিতে সার্বিক সহযোগিতায় করেন ইনোভেশন হাবের ইউনিভার্সিটি ম্যানেজার জনাব মেহেদি হাসান এবং শাবিপ্রবি ইনোভেশন হাবের ক্যাম্পাস ম্যানেজার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদমান হাফিজ।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়