শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবিতে গবেষনা বাজেট সাড়ে নয় কোটি, বৃদ্ধি ১১. ৭৪ শতাংশ
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ সাংবাদিক সম্মেলন। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য গবেষনা বাজেট ৯ কোটি ৫২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গত অর্থবছরে যা ছিল ৮ কোটি ৫২ লক্ষ টাকা। এ খাতে বদ্ধি পেয়েছে ১১.৭৪ শতাংশ।
সোমবার (১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ সাংবাদিক সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাজেট তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন,রেজিসট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল উদ্দিন আহম্মদ ও অতিরিক্ত হিসাব পরিচালক মো. মুর্শেদ আহমদ।
এই অর্থবছরের মোট ১৮০ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ।
এবারের বাজাটে মধ্যে বিশেষ সুবিধাসহ মোট বেতন বাবদ সহায়তা ৬৭ কোটি ৯ লাখ, বেতন-ভাতায় ১১১ কোটি ৭৬ লাখ , মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ৩৬ কোটি ৭৭ লাখ, পেনশন খাতে ৬ কোটি ৫৭ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে মোট ২ কোটি ৮৫ লাখ, যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ৩৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিতে এবছর ৯ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা পূর্বে ২০২৩- ২৪ অর্থবছরে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বাজেট ছিল ৮ কোটি ৫২ লাখ টাকা। গত বছরের চেয়ে এবছর ১ কোটি টাকা বাজেট বৃদ্ধি করা হয়েছে গবেষণা খাতে।
২০২৪-২৫ অর্থবছরে এ খাতে গবেষণায় শিক্ষকদের জন্য ৭৫০ কোটি, গবেষণায় পিএইচডির জন্য ১৬০ কোটি ও উদ্ভাবন কাজে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা পূর্বে ২০২৩-২৪ অর্থবছরে ছিল গবেষণায় শিক্ষকদের জন্য ৬৯০ কোটি, গবেষণায় পিএইচডি ১৬০ কোটি, উদ্ভাবনে ২ লাখ টাকা।
গবেষণা খাতে বাজেট বৃদ্ধির প্রশংসা করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিপ্রবিকে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মানসম্মত গবেষক তৈরি করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র্যাংকিং বৃদ্ধির জন্য আমরা ডিস্টিংগুইস প্রফেসর নিয়োগ দিয়েছি। অলরেডি শাবিপ্রবির নামে উনার পেপার আন্তর্জাতিক জার্নালগুলোতে প্রকাশিত হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩