ইমরান আল মামুন
আপডেট: ০৬:৫২, ২৬ জুলাই ২০২৪
একাদশ শ্রেণির বইয়ের তালিকা ২০২৪ | HSC Book List
আমরা জানবো একাদশ শ্রেণির বইয়ের তালিকা সম্পর্কে। অর্থাৎ এখানে আপনারা পাবেন দ্বাদশ শ্রেণির বইয়ের তালিকা সহ। চলুন তাহলে এখন আমরা নিচে থেকে দেখে নেই HSC Book List 2024.
যখন একজন শিক্ষার্থী এসএসসি পাস করে তখন তাকে পরবর্তী শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি হয়। আর এটি সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন তার পূর্ববর্তী থেকে। কেননা এসএসসি পর্যন্ত থাকে মাধ্যমিক এবং তারপর তাকে যেতে হয় উচ্চমাধ্যমিকে। প্রতিবছর যতগুলো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের অধিকাংশের বেশি উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে থাকেন। পূর্বের মতো এবারও অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ভর্তি কার্যক্রম হয়েছে। নতুন শ্রেণী এবং নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের যে বিষয়টি সবচেয়ে বিবেচিত সেটি হচ্ছে বইয়ের তালিকা। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ফ্রিতে সরকারিভাবে বই দেওয়া হলেও উচ্চ মাধ্যমিকে তা দেওয়া হয় না। নিজের পছন্দ অনুসারে এই বইগুলো কিনে নিতে হয় এবং বইয়ের তালিকা দেখে কিন্তু হবে। এখানে নিজের পছন্দ বলতে বুঝানো হয়েছে পছন্দের রাইটার কিন্তু বইয়ের তালিকা সব একই সারা বাংলাদেশ জুড়ে। নিচে থেকে এ সকল বইয়ের তালিকা গুলো আমরা দেখে নেই ডিপার্টমেন্ট অনুসারে।
একাদশ শ্রেণির বইয়ের তালিকা ২০২৪
মাধ্যমিক বিদ্যালয়ের মতো এখানে রয়েছে মোট তিনটি ডিপার্টমেন্ট। যেমন মানবিক বিভাগ, বাণিজ্যিক বিভাগ এবং বিজ্ঞান বিভাগ। এখন আপনাদের সামনে আমরা এই তিনটি ডিপার্টমেন্টের সকল বই সম্পর্কেই জানাব। একই সঙ্গে আমরা দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা এখানে তুলে ধরছি।
HSC Book List 2024
বিজ্ঞান বিভাগ
এখানে অন্যান্য বিভাগের মত বিজ্ঞান বিভাগ রয়েছে। এখানে সাধারণ কমন বইয়ের পাশাপাশি ডিপার্টমেন্টের বইয়ের তালিকা ও তুলে ধরা হলো। যাতে করে আপনারা পূর্ণাঙ্গ বইয়ের তালিকা পেয়ে যান এখান থেকে সরাসরি।
- বাংলা ১ম পত্র ১০১
- বাংলা ২য় পত্র ১০২
- ইংরেজী ১ম পত্র ১০৭
- ইংরেজী ২য় পত্র ১০৮
- তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ২৭৫
- উচ্চতর গণিত ১ম পত্র ২৬৫
- উচ্চতর গণিত ২য় পত্র ২৬৬
- জীববিজ্ঞান ১ম পত্র ১৭৮
- জীববিজ্ঞান ২য় পত্র ১৭৯
- রসায়ন ১ম পত্র ১৭৬
- রসায়ন ২য় পত্র ১৭৭
- পদার্থবিজ্ঞান ১ম পত্র ১৭৪
- পদার্থবিজ্ঞান ২য় পত্র ১৭৫
মানবিক বিভাগ
আপনারা এখন দেখছেন একাদশ শ্রেণির বইয়ের তালিকা মানবিক বিভাগের। সাধারণ কমন বইয়ের পাশাপাশি আমরা এই ডিপার্টমেন্টের বইয়ের তালিকাও তুলে ধরছি এখানে।
- বাংলা ১ম পত্র ১০১
- বাংলা ২য় পত্র ১০২
- ইংরেজী ১ম পত্র ১০৭
- ইংরেজী ২য় পত্র ১০৮
- তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ২৭৫
- যুক্তিবিদ্যা ১ম পত্র ১২১
- যুক্তিবিদ্যা ২য় পত্র ১২২
- পৌরনীতি ১ম পত্র ২৬৯
- পৌরনীতি ২য় পত্র ২৭০
- অর্থনীতি ১ম পত্র ১০৯
- অর্থনীতি ২য় পত্র ১১০
- মনােবিজ্ঞান ১ম পত্র ১২৩
- মনােবিজ্ঞান ২য় পত্র ১২৪
- সমাজবিজ্ঞান , সমাজকরুন্ম , সমাজকল্যাণ ১ম পত্র
- সমাজবিজ্ঞান , সমাজকরুন্ম , সমাজকল্যাণ ২য় পত্র
- ভূগােল ১ম পত্র ১২৫
- ভূগােল ২য় পত্র ১২৬
- কৃষি শিক্ষা ১ম পত্র ২৩৯
- কৃষি শিক্ষা ২য় পত্র ২৪০
বাণিজ্যিক বিভাগ
গুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্টের রয়েছে কমন বই এর পাশাপাশি আরো অন্যান্য সকল বইগুলো। এখানেও একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের তালিকা তুলে ধরা হলো একই সঙ্গে।
- বাংলা ১ম পত্র ১০১
- বাংলা ২য় পত্র ১০২
- ইংরেজী ১ম পত্র ১০৭
- ইংরেজী ২য় পত্র ১০৮
- হিসাববিজ্ঞান ১ম পত্র ২৫৩
- হিসাববিজ্ঞান ২য় পত্র ২৫৪
- তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ২৭৫
- ফাইনান্স , ব্যাংকিং ও বিমা ১ম পত্র ২৯২
- ফাইনান্স , ব্যাংকিং ও বিমা ২য় পত্র ২৯৩
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২৭৭
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ২৭৮
- অর্থনীতি ১ম পত্র ১০৯
- অর্থনীতি ২য় পত্র ১১০
আপনারা এখানে দেখলেন একাদশ শ্রেণির বইয়ের তালিকা ২০২৪। HSC Book List 2024 ছাড়াও আরো অন্যান্য তথ্যগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। কেননা আমাদের এই ওয়েবসাইটে তুলে ধরা হয়ে থাকে সকল ধরনের শিক্ষামূলক আপডেট খবর ও গুরুত্বপূর্ণ বিষয়।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩