শাবিপ্রবি প্রতিনিধি
পদত্যাগ করেছেন শাবিপ্রবির উপাচার্য
শাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য। ছবি- আই নিউজ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকালে পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন অধ্যাপক ফরিদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে কোন বিষয় নিয়ে যে কোন স্থানে বসে এর সমাধান করতে চান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন। লিখিত এক বিবৃতিতে এমনটিই জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
বিবৃতিতে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছর শিক্ষকতা করেছি। এর পরেও যদি মনে করো আমার সেবা আর তোমাদের প্রেয়োজন নেই তাহলে আমি পদত্যাগ করতে সর্বদা প্রস্তুত আছি।
বিবৃতিতে তিনি বলেন, গত এক বছর আগে মহামান্য রাষ্ট্রপতি আমাকে উপ-উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের পর থেকে উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের নানারকম উন্নয়নমূলক কার্যক্রমে আমি জড়িত ছিলাম। আরো অনেক উন্নয়নমূলক কাজ করার পদক্ষেপ হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রভাষক হিসেবে জীবনের অর্ধেক সময় ধরে চাকরি করে আসছি। এই সময়ে দলমত নির্বিশেষ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেছি। নিজ বিভাগসহ অন্যান্য বিভাগের সকল ছাত্র ছাত্রী যে যেই ধরনের সমস্যা নিয়ে এসেছে তা সমাধানের চেষ্টা করেছি।
এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি পালিয়েছি বলে লেখালেখি হচ্ছে। এ বিষয়টি মিথ্যা। আমি জীবনের অর্ধেক সময় শিক্ষকতার কারণে সিলেটেই বাসা করে বসবাস করছি। বর্তমানে আমি বাসায় অবস্থান করছি।
লিখিত বিবৃতিতের প্রথমেই তিনি, কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদসহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩