ইমরান আল মামুন
এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে
এবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না। যে পরীক্ষাগুলো দিয়েছেন শিক্ষার্থীরা এর উপরে নির্ভর করে তাদের উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশ করা হবে।
গত ৩০ জুলাই থেকে শুরু হয়েছিল এইচএসসি পরীক্ষা ২০২৪। মোট ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের। এর মাঝে শুরু হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন। যার প্রেক্ষাপটে সারা দেশ জুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার কারণে পরবর্তী সময়ের পরীক্ষাগুলো একদম স্থগিত করে দেওয়া। সর্বশেষে একবার ১১ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয় এবং পরবর্তী মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য রুটিন প্রস্তুত করতে থাকেন। এ কয়েকদিনের ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর দেওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।
কিন্তু শিক্ষার্থীরা পরপর আন্দোলন করতে থাকে পরীক্ষা বাতিল করার জন্য এবং অটো পাস করার জন্য। কেননা এই আন্দোলনে অনেকেই ক্ষতি সম্মুখীন হয়েছে এবং তারা অনেকেই সুস্থ নন। এমনটাই দাবি করে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। এর প্রেক্ষাপটে ২০ আগস্ট রোজ মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করতে করতে।
স্থগিত পরীক্ষা না নেওয়ার জন্য তারা দাবি জানান। এরপর অবশেষে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। অর্থাৎ পরবর্তী সময়ে বাকি বিষয়গুলোর উপর পরীক্ষা হবে না এমনটাই জানানো হয়েছে। তবে কিভাবে মূল্যায়ন করা হবে এইচএসসি পরীক্ষার ফলাফল সে সংক্রান্ত বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়টি সম্পূর্ণভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন শিক্ষার্থীরা। যাতে করে এর মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত হতে পারেন।
বিকাল দুইটার দিকে তাদের আন্দোলনের তীব্রতা পেতে শুরু করে। এ সময় সচিবালয়ের সামনে দুই শতাধিক শিক্ষার্থীরা স্লোগান দেয় আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে। এরপর তারা সচিবালায় ঢুকে তাদের দাবি আদায়ের কথা বলেন। তাদের দাবি মেনে নেওয়া হলেও বেশ চিন্তিত রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। কেননা তাদের ফলাফলের ওপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও তাদের পয়েন্ট কিভাবে নির্ধারণ করা হবে সে বিষয় নিয়েও রয়েছে চিন্তার ভাঁজ।
ইতিমধ্যে চারদিকে সরে গেছে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। এখন থেকে এই শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে শুরু করছে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষার জন্য। আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়ে থাকে ভর্তি পরীক্ষার সংক্রান্ত আপডেট তথ্য এবং গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো। যেখান থেকে আপনারা জানতে পারবেন কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট তথ্য।
এছাড়া আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের পিডিএফ ফাইলগুলো কিভাবে ডাউনলোড করতে হয় এবং খুব সহজে পেয়ে যাবেন বিভিন্ন ভর্তি গাইড ও অন্যান্য তথ্যগুলো। তাই এসএসসি পরীক্ষা স্থগিত তথ্য জানার পাশাপাশি শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো পেতে হলে আই নিউজ এর সঙ্গে থাকুন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩