শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:২৭, ৯ অক্টোবর ২০২৪
ঢাকায় বাস চাপায় শাবির প্রাক্তন শিক্ষার্থী নি-হত
ফাইল ছবি
ঢাকায় রাজধানীর প্রগত সরণি এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম তাসনিম জাহান আইরিন। তিনি বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী।
বুধবার (৯ অক্টোবর) ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান খাইরুল ইসলাম ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তাসনিম জাহান আইরিন বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকায় নেক্সট ভেনচার কোম্পানিতে চাকরি করতেন বলে জানা যায়।
তার মৃত্যুতে ব্যবসায় প্রশাসন বিভাগ শোকাহত উল্লেখ করে তিনি, তার রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া বুধবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে গুলশান ট্র্যাফিক বিভাগ।
ট্র্যাফিক বিভাগ তাদের দেওয়া পোস্টে বলে, বাড্ডা ট্র্যাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহণ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩