সাগর শুভ্র, শাবিপ্রবি
শাবির ৮ প্রশাসনিক পদে নতুন প্রশাসক নিয়োগ, পুরাতনদের অব্যাহতি
ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৮টি প্রশাসনিক পদে নতুন প্রশাসক নিয়োগ ও পুরাতনদের আবেদনের প্রেক্ষিতে অব্যাহতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মুহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশেগুলোতে বলা হয়, পূর্ববর্তী প্রশাসকদের আবেদনের প্রেক্ষিতে ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের অব্যাহতি প্রদান করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুনদের নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের সময় বিধি মোতাবেক বেতন ভাতা পাবে বলেও অফিস আদেশে বলা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, মেডিকেল সেন্টারের প্রশাসক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আহমদ কবীর, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, আই আই সিটির পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, আইসিটি সেলের পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীদুর রহমান ও অতিরিক্ত পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, এস্টেট কর্মকর্তা হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত ও পরিবহণ প্রশাসক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ফ.ম জাকারিয়াকে নিয়োগ প্রদান করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩