Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি 

প্রকাশিত: ১২:২০, ৩০ অক্টোবর ২০২৪

পিটার হোর-মোস্তাক রহমান স্কলারশিপ পেলেন শাবিপ্রবির ৭ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মাঝে এই স্কলারশিপ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী।

শিক্ষার্থীদের মাঝে এই স্কলারশিপ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পিটার হোর-মোস্তাক স্কলারশিপ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৭ শিক্ষার্থী। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীদের মাঝে এই স্কলারশিপ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চোধুরী। স্কলারশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১৫০ পাউন্ড করে দেওয়া হয়। 

স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে উপাচার্য বলেন, এই ধরনের স্কলারশিপ শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করবে। ভবিষ্যতে তারা আরও উদ্দীপনা নিয়ে লেখাপড়ায় গভীর মনোনিবেশ করে নিজেদের ও বিশ্ববিদ্যালয়ের এবং দেশের কল্যাণে কাজ করবে। 

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, স্নাতক শেষ বর্ষের ফাতেমা তুজ জোহরা, হাসান ঠাকুর, প্রান্ত পাল এবং স্নাতক প্রথম বর্ষের সাবরিন ইসলাম, মাধবী শীল পূজা, ইমাম তালহা ধ্রুব এবং মো. সাইফুল ইসলাম ।

এসময় আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, পরিবহণ প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

উল্লেখ্য, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ স্কলারশিপ দেয়া হচ্ছে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়