শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়েছে। সকাল ১০টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিট (মানবিক) এবং ‘সি’ ইউনিট (বাণিজ্য) বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠান হয়। এর আগে সকলেই বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে প্রতিটি ডিপার্টমেন্টের টেন্ট থেকে তাদের প্রয়োজনীয় সকল কীট সংগ্রহ করেন।
অনুষ্ঠানের প্রথমেই জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন তিলওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব আবু আরেফিন খান। তিনি তার স্বাগত বক্তব্যে ভর্তি পরীক্ষার বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয় উপস্থাপন করা হয়।
ডকুমেন্টারি উপস্থাপনের পর নবীন শিক্ষার্থীদের মধ্যে হতে বক্তব্য প্রদান করেন। প্রথম সেশনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রেদওয়ানুল হক মারুফ ও হৃদি দাস ও দ্বিতীয় সেশনে ব্যবসায় প্রশাসন বিভাগের শেখ নাজিয়া রহমান ও শাহাদাত হোসেন বক্তব্য প্রদান করেন। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের আবেগঘন কথার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে একটি র্যাগিংমুক্ত ও দলীয় রাজনীতির প্রভাবমুক্ত হিসেবে দেখতে চান। আগামীদিনে বিশ্ববিদদ্যালয়ের নতুন নতুন অর্জনের অংশীদার হতে চান তারা।
নবীন শিক্ষার্থীদের বক্তব্যের পর শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করতে সচেতনতামূলক আলোচনা নিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব। এরপর প্রতিটি অনুষদের ডিনবৃন্দ ও প্রশাসনিক প্রদান তাদের অধিভুক্ত বিভাগ ও দপ্তরগুলোকে শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন।
নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশসেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ এটা গৌরবের। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কাজে লাগিয়ে সামনের দিকো এগিয়ে যেতে হবে। পড়ালেখা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। কখনো নেশাগ্রস্ত হওয়া যাবে না, এমনকি সিগারেট না খেতেও নির্দেশনা দেন শিক্ষার্থীদেরকে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, এখন থেকে তোমাদেরকে ৩ ধরনের ডিসিপ্লিন মেনে গ্রাজুয়েশন শেষ করতে হবে তা হলো- অ্যাকাডেমিক ডিসিপ্লিন, আর্থিক ডিসিপ্লিন ও প্রক্টরিয়াল ডিসিপ্লিন। এসব নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষার্থীদের চলতে ও যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জুলাই বিপ্লবে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, "টিলা বেষ্টিত সবুজ ক্যাম্পাসে তোমাদের পদচারণা মঙ্গল হোক। বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার জায়গা। সেই মুক্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে যে-রকম মানুষ দরকার আমরা সেরকম মানুষ তৈরি করতে চাই।"
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
নবীনবরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩