শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১১:৩৭, ১০ নভেম্বর ২০২৪
শিক্ষার্থীরা যেন নতুন কোন গোষ্ঠীর কাছে জিম্মি না হয় : শাবিতে সারজিস
শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও প্রশাসনের সাথে সভায় সারজিস আলম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নতুন কোন গোষ্ঠীর কাছে জিম্মি না হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই আশা ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শনিবার (৮ নভেম্বর) বিকাল চারটায় শাবিপ্রবির প্রশাসনিক ভবন-১ এর এক সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সারজিস বলেন, প্রায় দুই হাজার প্রাণ ও অর্থ লক্ষ্য মানুষের রক্তের বিনিময়ে নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই জায়গা থেকে একটা বিশ্ববিদ্যালয় যে পরিবর্তনটা প্রত্যাশা করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিবর্তনটা চায় সেটা যেন কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে হারিয়ে না যায়। এত রক্ত এত স্বপ্ন এত প্রত্যাশা এতকিছুর বিনিময়ে অন্তত বিশ্ববিদ্যালয়টা যেন শিক্ষার্থীদের হয়ে উঠে।
জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, আমাদের যে সম্মানিত শিক্ষকরা রয়েছেন তারা তাদের সম্মানের যে আসনটা যেন ধরে রাখেন। শিক্ষকতা পেশা আমাদের কাছে অনেক বেশি সম্মানের। তারা যেন রাজনীতিবীদ না হয়ে শিক্ষক হয়ে উঠেন। তা না হলে তাদের প্রাপ্য সম্মানটুকু থাকে না। যা আমরা গত ১৬বছর ধরে দেখে আসছি।
সমন্বয়ক সারজিস বলেন, বিগত ১৬ বছরের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির প্রভাবে বিশ্ববিদ্যালয়ের সিস্টেমগুলো একপ্রকার ভেঙ্গে গিয়েছিল। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে নতুনভাবে, নতুন আঙ্গিকে নতুন কোন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন জিম্মি না হয়।
তিনি আরো বলেন, আমরা অবশ্যই চাই বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হউক। জাতীয় রাজনীতিতে মেধাবীরা আসুক। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লেজুরবৃত্তিক রাজনীতির বাইরে গিয়ে শাবিপ্রবিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চালু হউক। এতে উপরের কোন নেতার তোষামোদি করতে হবে এমন নেতা তৈরি হবেনা। যারা ছাত্র প্রতিনিধি হবেন তারা যেন শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবে। এই দায়বদ্ধতার চর্চা যদি ছাত্র অবস্থায় থেকে শুরু হয় তাহলে তা জাতীয় রাজনীতিতে প্রয়োগ করা যাবে। নয়তো কলুষিত যে সিস্টেম তা থেকে আমরা কখনোই বের হতে পারব না।
মতবিনিময় শেষে শাবিপ্রবি ও সিলেটের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বক্তব্য প্রদান করেন সারজিস আলম। সেখানে তিনি বলেন, আমি অত্যন্ত খুশী যে অভ্যুত্থানের পর আপনারা দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করবেন। আর নিজেদের মধ্যে সংস্কারের মনমানসিকতা তৈরি করবেন। আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে সরকারের জায়গা থেকে পরিবর্তন করাটা অনেক বেশী কষ্টসাধ্য হবে।
মতবিনিময় সভায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক সারজিস আলম। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর মোখলেসুর রহমান, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ইফতেকার, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক জামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ ও ফয়সাল হোসেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লবে নিহত সিলেট বিভাগের শহিদদের আর্থিক অনুদান দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মির স্নিগ্ধর নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম সিলেটে আসেন। শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক মিলনায়তনে ১৮জন শহিদ পরিবারকে ৫ লক্ষ করে নব্বই লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩