Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৭:৫৮, ১৭ নভেম্বর ২০২৪

অনার্স ৪র্থ‌ বর্ষ ফলাফল ২০২৪

খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে অনার্স ৪র্থ‌ বর্ষ ফলাফল। যারা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদেরই Honours Final Year Result প্রকাশিত হতে যাচ্ছে। আর যারা এই ফলাফল দেখবেন তারা প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ে দেখে নিন এবং জেনে নিন কিভাবে অনলাইনে ফলাফল দেখতে হয়।

বাংলাদেশে বেশ কয়েকটি স্নাতক বা সমমান শিক্ষা বোর্ড থাকলেও, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিবছর এখানে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে স্নাতক পড়াশোনা করার জন্য। মূলত এই শিক্ষা বোর্ডের অধীনে স্নাতক থেকে পড়াশোনা শুরু হয়ে থাকে। পূর্বে অফলাইনে ভর্তি হয়ে থাকলেও এখন অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হয়। আর এখন ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তি এবং কলেজ নির্বাচনসহ বিষয় নির্বাচন করে দেওয়া হয়। সারা দেশজুড়ে প্রায় কয়েক শতাধিক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

অনার্স ৪র্থ‌ বর্ষ ফলাফল ২০২৪

প্রতি বছরের মত 2018 সেশনের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ভর্তি হয়েছিলেন। আর এ ভর্তির পরে তারা নিয়মিত পড়াশোনা করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স মূলত চার বছরের কোর্স। যদিও ২০২২ সালে এটি শেষ হওয়ার কথা কিন্তু করোনার কারণে শিক্ষাবর্ষ পিছিয়ে যায়। যার কারণে শিক্ষার্থীরা ২০২৪ সালে ফলাফল পাচ্ছেন। ফলাফল কিভাবে দেখতে হয় তা নিচে দেওয়া হল। 

  • প্রথমে শিক্ষার্থীদের সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • উপরের এই ওয়েবসাইটে প্রবেশ করার পর শিক্ষার্থীদের প্রথমে দিতে হবে তিনি কোন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। 
  • এরপর দিতে হবে তিনি কত সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেটি। যারা এবারের ফলাফল দেখতে আগ্রহী তাদের দিতে হবে ২০২২ সাল। 
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এমন ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই ফলাফল চলে আসবে। 

উপরের এই পদ্ধতিতে একজন শিক্ষার্থী অনার্স ৪র্থ‌ বর্ষ ফলাফল। অনলাইনে যারা ফলাফল দেখবেন তারা এখানে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন তা দেখতে পারবেন। অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীরা কলেজ থেকে এ ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়