শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:৫১, ২৮ নভেম্বর ২০২৪
কবিতা আমাদের প্রেম, দ্রোহ, সত্য, ন্যায় ও মানবতা শিখায়
ছবি- আই নিউজ
মাভৈঃ আবৃত্তি সংসদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘আবৃত্তি বিষয়ক’ একটি সংগঠন। ‘শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ’ এই স্লোগানকে ধরণ করে ১৯৯৮ সালে একঝাঁক কবিতা প্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে প্রেম, দ্রোহ, ন্যায়, সত্য, ও সুন্দরকে ধারণ করে গড়ে উঠেছিল ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পেড়িয়েছে ২৬বছর। গঠিত হয়েছে ২৪তম কার্যনির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে মাভৈঃ আবৃত্তি সংসদের ২৪তম কার্যনির্বাহী কমিটি। এসময় কথা হয় মাভৈ: আবৃত্তি সংসদের সকল সদস্যদের সাথে। সকলেই সংগঠন নিয়ে ভাবনা, স্বপ্ন ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সংগঠনের মধ্যে কেন মাভৈঃকে তারা বাছাই করলো এই প্রশ্নের জবাবে সদস্যরা বলেন, কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই মাভৈঃয়ে আসা। মাভৈঃয়ে রয়েছে কবিতা ও সাহিত্য চর্চার দারুণ সুযোগ। কবিতা ও সাহিত্য চর্চার ফলে সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা বলা ও উচ্চারণে মাধুর্যতা তৈরি হয়।
কবিতা আমাদের প্রেম, দ্রোহ, ভালোবাসা, সত্য, সুন্দর ও ন্যায়ের পথ দেখায়। কবিতার মাধ্যমে আমরা আমাদের সমাজের সকল সমস্যা, সংকটের কথা সকলের মাঝে তুলে ধরতে পারি। কবিতার মাধ্যমে সত্য ও সুন্দর খুব চমৎকারভাবে উপস্থাপন করা যায়।
সংগঠনের জ্যেষ্ঠ কার্যকরী সদস্য রাকিব রায়হান বলেন, মাভৈঃ সবসময় কবিতার মাধ্যমে দেশ ও দেশের বাইরের সকল অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে। মাভৈঃয়ের প্রতিটি সদস্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল। এছাড়া দেশের যে কোন দুর্যোগে মাভৈঃ বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয় দিয়ে আসছে।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান জ্যেষ্ঠ কার্যকরী সদস্য শাহরিয়া আফরিন প্রকৃতি বলেন, মাভৈঃ যে শুধু কবিতা ও সাহিত্যের চর্চা করে বিষয়টা এমন নয়। কবিতা ও সাহিত্যে পাশাপাশি মাভৈঃয়ের নানান ইভেন্টের ম্যানেজমেন্টের সকল কাজ সদস্যরাই করে থাকে। এতে করে তাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়।
মাভৈঃয়ের ২৩তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান জ্যেষ্ঠ কার্যকরী সদস্য নাইমুর রহমান নাইম বলেন, মাভৈঃ কাউকে কবিতা শিখায় না। এখানে সকল সদস্যদের স্বতঃপূর্ত অংশগ্রহণের মাধ্যমে কবিতা ও সাহিত্যে চর্চা করা হয়। এতে একজনের চিন্তার সাথে অন্যজনের চিন্তার সম্মিলন ঘটে। যার ফলে সুন্দর কিছু আমরা সবাইকে উপহার দিতে পারি।
সংগঠনটির সভাপতি সাদিয়া আঞ্জুম শৌমি বলেন, আমাদের সদস্যদের সৃজনশীলতা বিকাশের জন্য মাসিক ‘প্রজাপতি’ নামে একটা প্রকাশনা রয়েছে। মাভৈঃয়ের প্রতিটি সদস্য তাদের নিজের লিখা কবিতাসহ সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরতে পারে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের মটোই হচ্ছে নির্ভয়ে সত্যকে ধারণ করে সকল অন্যায়, অসত্য ও অসুন্দরের দেয়ালকে কবিতার মাধ্যমে বেদ করা। আমাদের সামনে যত ধরণেই বাধাই পরিলক্ষিত হউক আমরা আমাদের কবিতার মাধ্যমে প্রতিবাদের ভাষা সবসময় জারি রাখব। সকল বাধা কাটিয়ে সুন্দরের জন্য কাজ করে যাবো।
এসসময় তিনি বিশ্ববিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যেতে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।
শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, শাবি প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশে রয়েছে। সংগঠনগুলোর বিভিন্ন সংকট ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে থাকে প্রেস ক্লাবের সাংবাদিকেরা। এসময় তিনি অতীতের ন্যয় মাভৈঃ আবৃত্তি সংসদের সাথে অতীতে প্রেসক্লাবের যে সুন্দর সম্পর্ক ছিল সেটি বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আগামীতেও কাজ করার আশ্বাস ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় ও সভাপতি নুরুল ইসলাম রুদ্রর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাভৈ:য়ের সভাপতি সাদিয়া আঞ্জুম শৌমি, সাধারণ সম্পাদক জয় রায় ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর হাসান ও দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ সহ প্রেসক্লাব ও মাভৈয়ের সদস্যরা।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩