Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস সাস্ট আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের পর্দা নামল

স্পোর্টস সাস্ট আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের পর্দা নামল

স্পোর্টস সাস্ট আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের পর্দা নামল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়াভিত্তিক সংগঠন স্পোর্টস সাস্টের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সেইলর প্রেজেন্টস ‘স্পোর্টস সাস্ট আসিফ মেমোরিয়াল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ-২০২৪’ এর পর্দা নামল।  

বুধবার (১৮ ডিসেম্বর) ৫টি সেগমেন্টে সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই টুর্নামেন্টের ফাইনাল পর্ব শুরু হয়। রাত সাড়ে নয়টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। 

স্পোর্টস সাস্ট যাত্রা শুরু থেকেই বিশ্ববিদ্যালয় পরিবারের খেলাধুলা প্রেমিক সবাইকে যেভাবে এক মঞ্চে নিয়ে এসে সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিচ্ছে। আমি মনে করি স্পোর্টস সাস্ট একদিন খেলার জগতে বিপ্লব ঘটাবে। -অধ্যাপক সাজেদুল করিম

সেগমেন্ট ৫টির মধ্যে সিঙ্গেল ফিমেইলে চ্যাম্পিয়ন হয়েছে শাহিদা আক্তার এশা ও রানার্সআপ রায়হান ফেরদৌস, ফিমেইল ডাবল সেগমেন্টে চ্যাম্পিয়ন রায়হান ফেরদৌস এবং শাহিদা আক্তার এশা, রানার্সআপ খানম পপি এবং লিপি রায়, সিঙ্গেল মেইল সেগমেন্টে চ্যাম্পিয়ন মাইনুল ইসলাম রায়হান ও রানার্সআপ জাব্বির আহমেদ, মেইল ডাবল সেগমেন্টে চ্যাম্পিয়ন জাব্বির আহমদ এবং মাইনুল ইসলাম রায়হান, রানার্সআপ মিনহাজ আহমেদ এবং নিলয় ভৌমিক, মিক্স ডাবল সেগমেন্টে চ্যাম্পিয়ন নিয়ামুল আইমান সাগর এবং ঐশী দাশ রানার্সআপ হয়েছে সায়েদ সাকিবুর রহমান এবং উম্মে সাদিয়া রেশমি। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, স্পোর্টস সাস্ট সময়ের প্রয়োজনে গঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা প্রেমিক শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র প্লেইস তৈরি করতে আমিই কিছু উদ্যমী শিক্ষার্থীদের খুঁজছিলাম। সেখানে কিছু শিক্ষার্থী রেসপন্স করেছিল। গঠনতন্ত্র দেখে আমার স্বাক্ষরেই স্পোর্টস সাস্টের অনুমোদন হয়েছিল।  

তিনি আরো বলেন, স্পোর্টস সাস্ট যাত্রা শুরু থেকেই বিশ্ববিদ্যালয় পরিবারের খেলাধুলা প্রেমিক সবাইকে যেভাবে এক মঞ্চে নিয়ে এসে সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিচ্ছে। আমি মনে করি স্পোর্টস সাস্ট একদিন খেলার জগতে বিপ্লব ঘটাবে।   

এসময় আরো উপস্থিত ছিলেন স্পোর্টস সাস্টের উপদেষ্টা অধ্যাপক সাইফুল আমিন, সহযোগী অধ্যাপক আফজাল হোসাইন ও সহকারী অধ্যাপক আশরাফ হোসাইন ও সেইলরের সিলেটের ইনচার্জ নাইমসহ স্পোর্টস সাস্টর সাবেক ও বর্তমান কমিটির সদস্যরা। 

টুর্নামেন্টটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন স্পোর্টস সাস্টের সহকারী সাধারণ সম্পাদক হাসিন আবরার ও কোষাধ্যক্ষ হিসেবে মোস্তাহাসান সিয়াম। 

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টটি গত ৫ডিসেম্বর শুরু হয়েছে। টুর্নামেন্টটিতে ৫টি সেগমেন্টে প্রায় ১৬০টির অধিক টিম অংশগ্রহণ করেছে।  

উল্লেখ্য, ‘স্পোর্টস সাস্ট’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়াভিত্তিক সংগঠন। ২০০৫ সালের ১৪ এপ্রিল সংগঠনটির পথচলার শুরু করে। পথচলার শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানারকম খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে সংগঠনটি।

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়