সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১২:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৫
গবেষণায় বিশেষ অবদান
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবির ৫গবেষক
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছে শাবির ৫ গবেষক।
গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ গবেষক।
শনিবার ১ফ্রেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক এক সম্মেলনে এ সম্মাননা দেওয়া হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবির গবেষণাকেন্দ্রের ১২তম এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম।
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু সাঈদ আরফিন খান, কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নবী আজাদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।
শাবিপ্রবির সহ-উপাচার্য মো.সাজেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো.আনোয়ার হোসেন,শাবিপ্রবির কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হোসাইন আল মামুন ও পূবালী ব্যাংকের উপপরিচালক আহমেদ এনায়েত মনজুর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, আপনাদের এখানে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় এই বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পরিণীত হয়। বিশেষ করে আপনারা সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।
ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু সাঈদ আরফিন খান, কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নবী আজাদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।
সাহাশু/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩