শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৫
দ্রুত তদন্ত রিপোর্ট, নিয়োগ বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে অতিদ্রুত রিপোর্ট প্রকাশ, নিয়োগ বাতিল ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল এগারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে বিভাগের শিক্ষার্থী আলীমুজ্জামান শাফিন বলেন, “যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন ৩.৫০, সেখানে এই শিক্ষকের সিজিপিএ ৩.২০। অথচ ওই সময় শিক্ষক নিয়োগে আমাদের বিভাগের এরচেয়ে ভালো সিজিপিএ ধারী প্রার্থী ছিল। প্রশাসন কারণ হিসেবে দেখাইছে সেই ছেলে বেশি যোগ্য। যে ন্যূনতম আবেদনের যোগ্যতাই রাখে না, সে আমাদের বিভাগের প্রভাষক! এ অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিব না এবং দ্রুত এই অবৈধ নিয়োগ বাতিল করতেই হবে।”
“আমরা কি এতই ছোট? যে এরকম অবৈধ নিয়োগে মাথানত করব! প্রশাসন যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমরা শিক্ষার্থীরা বিভাগে তালা দিতে বাধ্য হব।”- শাফিন
কর্মসূচিতে আবু বকর সিদ্দিক নামে আরেক শিক্ষার্থী বলেন, “এ নিয়োগে এ পরিমাণ দুর্নীতি ও অনিয়ম হয়েছে, তা আর প্রশ্ন করার বাকি রাখে না। আমরা যদি আজ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত তাজবিউলকে বিভাগে প্রবেশের সুযোগ করে দেই, তাহলে আগামীতে এরকম অসংখ্য তাজবিউলের জন্ম হবে। এরকম তাজবিউলরা কোন ধরনের শিক্ষা প্রদান করবে, কোন ধরনের শিক্ষার্থী তৈরি করবে, তা আমাদের বুঝা হয়ে গেছে।”
“আমাদের দাবি হচ্ছে, এ বিষয়ে একটা তদন্ত গঠন করা হয়েছিল, এখনো কেন সে রিপোর্ট প্রকাশ করা হয় নাই? এটি অতিসত্বর প্রকাশ করতে হবে। এ অযোগ্য তাজবিউল যেন ক্যাম্পাসে ঢুকতে না পারে , তা আমাদেরকেই সুনিশ্চিত করতে হবে।”
এসময় আর বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম, সৈয়দ মো. আসিফ আবরার, মুহয়ী শারদ, সুস্মিতা ছাফা, জামাদুজ্জাম সানি প্রমুখ।
এছাড়া অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘তদন্ত রিপোর্ট প্রকাশ কর, নইলে ডিপার্টমেন্ট বন্ধ কর; শিক্ষক নিয়োগে অনিয়ম , মানি না- মানব না; যোগ্যরা শিক্ষক হবে, দুর্নীতিবাজরা পিছু হটবে; আবেদন করার যোগ্যতা নাই, নিয়োগ পায় কীভাবে; তদন্ত রিপোর্ট প্রকাশে দেরি কেন? প্রশাসন জবাব দাও; যোগ্যতার কদর চাই, অনিয়মের বিচার চাই; শিক্ষক হবে নৈতিক, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত নয়; অবিলম্বে এ নিয়োগ বাতিল করতে হবে ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, নিয়োগ শর্ত পূরণ না করেই অযোগ্য প্রার্থীকে নিয়োগের ঘটনার অভিযোগ উঠেছে পিএমই বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে। এই খবর জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল। তবে এখন পর্যন্ত তদন্ত কমিটি কোনো রিপোর্ট প্রকাশ করতে পারেনি।
সহাশু/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩