সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫
মানবিক কাজের পর অসহায় মানুষের নির্ভেজাল হাসিটাই আমাদের একমাত্র প্রাপ্তি
![](https://www.eyenews.news/media/imgAll/2024July/sawonottan-2502102230.jpg)
স্বপ্নোত্থান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানবসেবাই যাদের একমাত্র ধর্ম। সংগঠনের প্রতিটি সদস্য নি:স্বার্থভাবে মানবসেবায় সেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। তারা মানবিক কাজের ফলস্বরূপ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের যে নির্ভেজাল হাসি সেটিকেই একমাত্র প্রাপ্তি বলে মনে করেন। নির্ভেজাল হাসি স্বপ্নোত্থানের সদস্যদের মনে অন্যরকম এক অনুভূতির জন্ম দেয়। যেটি তাদেরকে আরো অনেক বেশী মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন তারা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানাতে আসলে ‘স্বপ্নোত্থান’র সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সাংবাদিকদের। তখন শাবি প্রেসক্লাবের সদস্যরা স্বপ্নোত্থানের সদস্যদের কাজের অনুভূতিগুলো শুনেন।
স্বপ্নোত্থানের সদস্যরা বলেন, আমরা ক্লাস-পরীক্ষার নানা ব্যস্ততার মধ্যেও শহরের ‘ভোলানন্দ’ স্কুলে গিয়ে শ্রমজীবী শিক্ষার্থীদের রাতের বেলায় বিনামূল্যে পাঠদান করাই। আমরা চাইলে এই সময়টায় টিউশন করিয়ে বাড়তি আয় করতে পারতাম। তবে মানবিক মূল্যবোধ ও আমাদের প্রতি দেশের মানুষের প্রত্যাশার জায়গা থেকে আমরা মানবিক কাজগুলো করছি। আমরা চাই না কেউ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হউক। শ্রমজীবী শিক্ষার্থীরা আমাদের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করে তা আসলে সবকিছুর কাছে মূল্যহীন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমারা যদি বিন্দুমাত্র অবদান রাখতে পারি এতেই আমরা সন্তুষ্ট।
তারা বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ‘স্বপ্নোত্থান’। সিলেটের বেদে পল্লি, চা-শ্রমিকদের ও সুবিধাবঞ্চিত শিশুদের ইদের সময় ইদবস্ত্র, শীতের সময় শীতবস্ত্র এবং দেশের যে কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্বপ্নোত্থান তার ধারাবাহিক কাজ চলমান রেখে চলেছে। সিলেটের যেকোনো জায়গায় রক্তের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছে স্বপ্নোত্থান। এই মানবিক কাজের মাধ্যমে যেমনিভাবে শিক্ষার্থীদের (স্বপ্নোত্থানের সদস্য) মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হচ্ছে এর পাশাপাশি তাদের ব্যবস্থাপনার দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটছে বলে মনে করেন তারা।
তারা আরো বলেন, চিকিৎসার টাকার অভাবে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়বে এটা আমরা কখনই মেনে নিতে পারি না। যখনই এইরকম কোন বিষয় আমরা অবগত হই। তৎক্ষণাৎ চিকিৎসার অর্থ জোগাড় করতে বিভিন্ন নতুন নতুন আইডিয়া হাতে নেই। স্বপ্নোত্থান বিভিন্ন সময়ে চ্যারিটি কনসার্ট, বইমেলা, পিঠা উৎসবসহ নানান উদ্যোগ গ্রহণ করে। এসব থেকে অর্জিত মুনাফার পুরোটাই অসহায় মানুষের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। এসব কাজে স্বেচ্ছাশ্রমে নিয়োজিত থাকে স্বপ্নোত্থানের প্রতিটি সদস্য।
এসময় স্বপ্নোত্থানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘আমাদের সংগঠন শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের বাহিরেও স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আর আমাদের ভালো কাজ গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন ও দেশব্যাপী পৌঁছে দিচ্ছে শাবি প্রেসক্লাব। এজন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে আমাদের সকল কাজে সহযোগিতা প্রত্যাশা করি।’
স্বপ্নোত্থানকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে কয়টা সংগঠন মানবসেবার কাজ করে, তার মধ্যে অন্যতম হলো ‘স্বপ্নোত্থান’। এসময় তিনি স্বপ্নোত্থানের মানবিক কাজে সবসময় পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।’
এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, স্বপ্নোত্থানের সিনিয়র সহ-সভাপতি তৌফিকুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাতিক হাসান রাজিব, প্রধান সমন্বয়ক জাহিদসহ শাবি প্রেসক্লাব ও সপ্নোত্থানের সদস্যরা।
উল্লেখ্য,‘দ্বীপ শিখা হাতে স্বপ্নের পথে’ এই প্রতিপাদ্য নিয়ে ২০০৭সাল থেকেই মানবসেবায় কাজ করে আসছে স্বপ্নোত্থান।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩