শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১২:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শাবি অধ্যাপককে মারতে আসেন স্থানীয় যুবক
![মুসলেকা দিয়ে পা ধরে ক্ষমা চেয়েছে যুবক। মুসলেকা দিয়ে পা ধরে ক্ষমা চেয়েছে যুবক।](https://www.eyenews.news/media/imgAll/2024July/ss-2502141212.jpg)
মুসলেকা দিয়ে পা ধরে ক্ষমা চেয়েছে যুবক।
গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকীকে রড দিয়ে মারতে তেড়ে আসেন ইনজামামুল হক নামের স্থানীয় এক যুবক। তিনি স্থানীয় বিএনপি নেতা মৃত এ কে এম তারেক কালামের ছেলে।
এই ঘটনার পর মুসলেকা দিয়ে ওই শিক্ষকের পা ধরে ক্ষমা প্রার্থনা করেন ইনজামামুল। ক্ষমা চাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নিতে তাকে জালালাবাদ থানার সোপর্দ করা হয়। তবে থানায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যাম্পাস থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী। এসময় সিলেট-সুনামগঞ্জ রোডে বিশ্ববিদ্যালয়ের প্রধান সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ইনজামামুল হকের গাড়ির সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে ইনজামামুল গালিগালাজ করতে করতে গাড়ি থেকে রড় নিয়ে বের হয়। তখন অধ্যাপক আশরাফ সিদ্দিকীকে মারতে তেড়ে যান তিনি। এসময় অধ্যাপক আশরাফ সিদ্দিকীর ড্রাইভার ইনজামামুলকে থামানোর চেষ্টা করলে ইনজামামুল চিল্লাচিল্লি শুরু করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর জানায়, মেইন গেটের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে ঝামেলা হচ্ছে দেখে আমরা উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের চেষ্টা করতে যাই। একপর্যায়ে ওই ছেলে খবর দিয়ে ৪জন মহিলাসহ ১৫-২০ জন স্থানীয়কে নিয়ে আসে। তারা এসেই আমাদের গালিগালাজ করতে করতে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীকে ধাক্কাধাক্কি ও মারধর করে বলে অভিযোগ পাই। তখন আমাদের শিক্ষার্থীরা জড়ো হলে তারা (স্থানীয়রা) নিরাপত্তা দিতে ওই ছেলেকে একটা দোকানে আটকে রাখে।
অন্যদিকে ঘটনার বিষয় জানাজানি হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়। অপরদিকে এলাকাবাসীরাও লোকজন জড়ো করে। তখন এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় উত্তেজনা সৃষ্টি হয়।
এরপর ঘটনার সমাধান করতে প্রক্টরিয়াল বড়ির সদস্যরা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইনজামামুলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরে নিজের দোষ স্বীকার করে মুসলেকা দিয়ে অধ্যাপক আশরাফ সিদ্দিকীর পা ধরে ক্ষমা প্রার্থনা চায় ইনজামামুল হক। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ছেলেটি তার ভুল বুঝতে পেরে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। স্থানীয় কাউন্সিলরের সাক্ষীতে পরবর্তীতে এ ধরনের ঘটনা আর ঘটাবে না বলে সে মুসলেকা দেয় এবং অধ্যাপক আশরাফ সিদ্দিকীর পা ধরে ক্ষমা চায়। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি, পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবে।
সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে ইনজামামুল হক নামের এক যুবকের গাড়ির সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে ঝামেলা তৈরি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। তখন পা ধরে মাফ চায় এবং মুসলেকা দেয়। ঘটনাটি সেখানে সমাধান করা হয়। এরপর আমাদের হাতে তাকে সোপর্দ করা হলে আমরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩