শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২৩:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আমার দেশ পত্রিকার সম্পাদকের সাথে শাবিপ্রবি শিক্ষক-কর্মকর্তাদের মতবিনিময়
![শাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন মাহমুদুর রহমান। শাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন মাহমুদুর রহমান।](https://www.eyenews.news/media/imgAll/2024July/mah-2502152312.jpg)
শাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন মাহমুদুর রহমান।
বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে মতবিনিময় সভা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তারা।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
এসময় জুলাই বিপ্লবের শহীদদের আত্নার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনা করে ড. মাহমুদুর রহমান মালয়েশিয়াতে তার গবেষণার অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, যেখানে তিনি ভারতের প্রতিবেশী চারটি দেশ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশ নিয়ে গবেষণা করেছেন। তিনি তার গবেষণায় উল্লেখ করেন যে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর শ্রীলঙ্কা ও নেপাল ভারতের প্রভাব বা কর্তৃত্ব মেনে নেয়নি। অন্যদিকে, ভুটান ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করলেও কার্যত দিল্লির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এছাড়া, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এখানেও ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে- মাহমুদুর রহমান
তিনি আরও বলেন, হাসিনা দিল্লিতে বসে কি করছেন সে বিষয়ে চিন্তিত নন। কারণ বাংলাদেশের তরুণ সমাজ তাদের বন্ধু এবং শত্রুদের চিনতে শিখেছে। তিনি বাংলাদেশের তরুণদের উপর আস্থা রেখেছেন এবং মনে করেন তারাই দেশের ভবিষ্যৎ। যেহেতু তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন এবং তারা তাদের অধিকার সম্পর্কে সোচ্চার হয়েছে, তাই তারা যে কোন ধরনের অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন,শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ,বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শাবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩