Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

যথাযথ মর্যাদায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যথাযথ মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে সকাল ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এর আগে ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই কালো ব্যাচ ধারণ করেন।

পরবর্তীতে সকাল ৮টা ২০ মিনিটে প্রভাতফেরি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, শাবি প্রেসক্লাব,  কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন,শহীদ দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।

সাগর/আইনিউজ

 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়