শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে শাবি প্রেসক্লাবের সহযোগিতা চান ছাত্র উপদেষ্টা

মতবিনিময় সভা করছেন শাবি প্রেসক্লাব ও ছাত্র উপদেষ্টা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়ার সাথে মতবিনিময় সভা করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নব-নির্বাচিত ২০তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহযোগিতা প্রত্যাশা করেন।
আজ সোমবার বিকাল ৪টায় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কার্যালয়ে শাবি প্রেসক্লাবের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যাপক ড. এছাক মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো অংশের মধ্যে শাবি প্রেসক্লাব হচ্ছে অন্যতম। প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শাবিপ্রবিকে বিশ্বের সামনে তুলে ধরছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী সকলকে গঠনমূলক পরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যাচ্ছে।
তিনি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে নতুন করে হলে সিট বণ্টন করেছি। যার কারণে হলগুলোতে এখন আর আগের মত নৈরাজ্য বিরাজ করছে না। তবে, আমাদের শিক্ষার্থী অনুযায়ী পর্যাপ্ত হল না থাকায় সকলের জন্য হলে সিট দেওয়া সম্ভব হয়নি। নতুন হল নির্মাণ কাজ চলছে। এগুলো হয়ে গেলে সমস্যা অনেকাংশে কমে যাবে। অতীতে আমাদের সকল কাজে শাবি প্রেসক্লাবের সহযোগিতা পেয়েছি, আগামী দিনেও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে তোমাদের (প্রেসক্লাব) সহযোগিতা ও পরামর্শ আমাদের প্রয়োজন।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে কাজ করে যাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং বিশ্বের দরবারে তুলে ধরতে সবসময় কাজ করে যাচ্ছে প্রেসক্লাবের সদস্যবৃন্দ। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল উন্নয়নমূলক কাজে পাশে থাকবে শাবি প্রেসক্লাব।
সাভায় শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র. দপ্তর সম্পাদক নুর আলম, কার্যকরী সদস্য সৈকত মাহাবুব, মোফাজ্জল হক, সাগর হোসেন জাহিদ ও প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল