Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০২, ১০ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৫০, ২০ মার্চ ২০২৫

দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে শাবিতে শিক্ষকদের মানববন্ধন

মানববন্ধনে শাবিপ্রবির শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে শাবিপ্রবির শিক্ষকবৃন্দ।

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্তার প্রতিবাদে মানবববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষকরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন। 

সোমবার ( ১০ মার্চ) দুপুর ১১টা ৫০ মিনিটে শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পঞ্চাশের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিহা ইসলাম বলেন, দেশে নারী ও শিশুর প্রতি যে অপরাধ সংগঠিত হচ্ছে তা শনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যদি প্রকাশ্যে এরকম ঘটনা ঘটে তাহলে অপরাধীকে ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসময় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এভাবে যদি প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে?

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নারী শিশুদের অধিকার নিশ্চিত না করে কোন সমাজ উন্নতি করতে পারে না।  আমরা অনতিবিলম্বে ধর্ষণের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা নিজেরা সচেতন থাকব কীভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। 

সাগর/আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়