Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০০, ১৬ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৪১, ২০ মার্চ ২০২৫

তারেক রহমানের প্রতি শাবি ছাত্রদলের পদবঞ্চিত নেতার খোলা চিঠি 

তারেক রহমান (বামে) শাবি ছাত্রদল নেতা মনির হোসেন (ডানে। )

তারেক রহমান (বামে) শাবি ছাত্রদল নেতা মনির হোসেন (ডানে। )

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমানের প্রতি খোলা চিঠি লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদবঞ্চিত এক নেতা। 

রবিবার রাত আনুমানিক দেড়টায় তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করে এই খোলা চিঠি প্রেরণ করেন। 

তিনি লিখেন, ২০১৩ সাল থেকে আজ অবধি সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শাবিপ্রবি ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি। এর মাঝে গ্রেফতার হয়ে কারাবরণ ও করেছি। কিন্তু গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। কী কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে আমি জানতে চাই? 

যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৮-৯/, ৯-১০), জাহাঙ্গীরনগর (৯-১০/১০-১১), ফরিদপুর মেডিকেল কলেজ (১০-১১ ) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১-১২ ) শিক্ষাবর্ষের ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সব ক্রাইটেরিয়া কি শুধু শাবিপ্রবির ক্ষেত্রেই প্রযোজ্য?  

তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি লিখেন, প্রিয় সাংগঠনিক অভিভাবক তারেক রহমান স্যার। এই খোলা চিঠি যদি আপনার নজরে  আসে তাহলে আমি আপনার সাথে ১ মিনিট কথা বলতে চাই। যা আমার রাজনৈতিক জীবনের পরম চাওয়া। তিনি চিঠিতে উল্লেখ করেন, আবারো দলের দুঃসময়ে দায়িত্ব নিতে চাই। 

তিনি আরো লিখেন, নতুন কমিটিতে যারা আসছে তারা আমার হাত ধরেই ২০২২ সালে ছাত্রদলের রাজনীতিতে এসেছিল।  তাদের জন্য শুভকামনা রইল। 

অন্যদিকে মনির হোসেনকে বঞ্চিত করে কমিটি করায় দল মত নির্বিশেষে সকলেই কমিটি নিয়ে সমালোচনা করছেন। তারা বলছেন, দীর্ঘ শেখ হাসিনার শাসন আমলে শাবিপ্রবিতে ছাত্রদল বলতে একমাত্র মনিরকেই চিনতাম।

গত ১৪ মার্চ দীর্ঘ সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সফটওয়্যার প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত জামান ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাঈম সরকার মনোনীত হয়েছেন।

এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর এম এ রাকিবকে সভাপতি ও আসাদ খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে মনির হোসেনকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছিল। 

সাগর/আইনিউজ 
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়