শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২৩:৩৮, ১০ এপ্রিল ২০২৫
শাবিপ্রবির শিক্ষার্থীদের যাতায়াত সংকট ও নিরাপত্তা নিশ্চিতে সাংস্কৃতিক জোটের স্মারকলিপি

স্মারকলিপি প্রদানকালে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সংকট দূরীকরণ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কার্যালয়ে এ বৈঠক করেন জোটের নেতারা। বৈঠক শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীরা টিউশন ও অন্যান্য প্রয়োজনে প্রতিনিয়ত সিলেট শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে, শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় ক্যাম্পাসে বাস সংকট রয়েছে। ফলে অনেকেই সিএনজিতে অতিরিক্ত ব্যয় করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
সম্প্রতি সন্ধ্যার পর সিএনজিতে যাতায়াতকালে শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
এই পরিস্থিতিতে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ শাবিপ্রবি ক্যাম্পাসে বাস ও চালকের সংখ্যা বৃদ্ধি এবং সন্ধ্যার পর প্রতি ঘণ্টায় অন্তত একটি বাস চালু করার দাবি জানিয়েছে।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া