আপডেট: ০৫:৩২, ৭ আগস্ট ২০১৯
ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেন ছাড়তে বিলম্ব
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ৬৫টি ট্রেন ছেড়ে যাবে। এরমধ্যে ৩৪টি আন্তঃনগর। ২১টি মেইল, কমিউটার, এক্সপ্রেস ও ডেমু। এসব ট্রেনে মোট ৫৯ হাজার ৬৭৭ জন টিকিটধারী যাত্রী চলাচল করবে।
ঢাকা: আজ বুধবার (৭ আগস্ট) থেকে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে ৩৭টি আন্তঃনগর ট্রেন। কিন্তু ঈদযাত্রার প্রথম দিনেই আধঘন্টা দেরি করে যাত্রা শুরু করেছে ঈদযাত্রার প্রথম ট্রেন ধুমকেতু এক্সপ্রেস। এরপর খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এবং চিলাহাটি গামে নীলসাগর এক্সপ্রেস এক থেকে দুই ঘণ্টা বিলম্বে ছেড়েছে।
তবে ট্রেনের এই বিলম্ব করে ছাড়ায় মাথা ঘামাচ্ছেন না যাত্রীরা। বরং ট্রেনের টিকিট পেয়েছেন এতেই খুশি তারা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার আমিনুল হক জুয়েল জানান, কাল ও পরশু এই দুদিনের রেলের টিকিটে সর্বোচ্চ চাপ ছিল। এজন্য আগামী দুদিন প্রচণ্ড ভিড় হবে। প্রতিদিন রেলে প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বেন বলে জানান তিনি।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ৬৫টি ট্রেন ছেড়ে যাবে। এরমধ্যে ৩৪টি আন্তঃনগর। ২১টি মেইল, কমিউটার, এক্সপ্রেস ও ডেমু। এসব ট্রেনে মোট ৫৯ হাজার ৬৭৭ জন টিকিটধারী যাত্রী চলাচল করবে। তবে এই সংখ্যার চেয়ে ৩-৪ গুণ বেশি যাত্রী ট্রেনে যাবে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান বলেন, ‘৬৫টি ট্রেনে প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী নিয়ে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছবে। এটি অন্য সময়ের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। ’
এদিকে ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চে ডেঙ্গুর লার্ভাবাহী এডিশ মশা যাতে দেশের বিভিন্ন জায়গা যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান জানান, তারা চারটি ফগার মেশিন কিনেছেন। ঢাকা বিমানবন্দর ও তেজগাঁও স্টেশনে এগুলো ব্যবহার করা হবে।
আইনিউজ/এইচএ/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের