বিনোদন ডেস্ক
বাংলাদেশী ‘হাওয়া’ দেখে মুগ্ধ পরিচালক রাজ
![হাওয়া দেখে মুগ্ধ ওপার বাংলার রাজ হাওয়া দেখে মুগ্ধ ওপার বাংলার রাজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/হাওয়া-সিনেমা-কলকাতা-নন্দন-eyenews-2211011951.jpg)
হাওয়া দেখে মুগ্ধ ওপার বাংলার রাজ
বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে কলকাতায় প্রদর্শিত হয়েছে সম্প্রতি বাংলাদেশের মিডিয়া অঙ্গনে বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি বাংলাদেশ এবং বিশ্বের আরও কয়েকটি দেশে সাফল্যের সঙ্গে প্রেক্ষাগৃহে চলেছে; কিন্তু ভারত তথা কলকাতায় মুক্তি দেওয়া যায়নি। ফলে সেখানকার বাঙালিরা উৎসবের খবর শুনে ‘হাওয়া’ দেখার জন্য ছুটে আসেন নন্দনে।
দীর্ঘ লাইন ধরে ‘হাওয়া’ দেখার সাধ মিটিয়েছেন হাজারো কলকাতাবাসী। সেখানকার ফিল্ম সেন্টারের বাইরে ‘হাওয়া’ দেখতে এক কিলোমিটার দীর্ঘ লাইন হয়েছে এমন খবরও কিছু পত্রিকায় পাওয়া যাচ্ছে। এক কথায় কলকাতায়ও ‘হাওয়া’ সিনেমার ব্যাপারে সবার মুখেই প্রশংসাবাক্য, উচ্ছ্বাস।
এই তালিকায় শুধু সাধারণ দর্শক নয়, সেখানকার তারকারাও আছেন। টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী থেকে সংগীতশিল্পী জয় সরকার অনেকের মনেই দাগ কেটেছেন চান মাঝি (চঞ্চল)।
নির্মাতা রাজ চক্রবর্তী তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে ‘হাওয়া’ দেখেছেন। এরপর চঞ্চলের সঙ্গে দু’জন ছবিও তুলেছেন।
সে ছবি শেয়ার করে রাজ অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, “কাল (২৯ অক্টোবর) নন্দন-এ চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সব থেকে বেশি বলতে হয়, চঞ্চল চৌধুরী; তিনি আসলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন৷ পুরো শিল্পী-কুশলীকে ধন্যবাদ অসাধারণ এই ছবি তৈরির জন্য।”
সংগীতশিল্পী জয় সরকার ‘হাওয়া’ দেখার পর বলেছেন, “বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথমদিন নন্দনে ‘হাওয়া’ ছবিটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম মুগ্ধতার কারণে। তার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের নৈশভোজের আমন্ত্রণে তার বাসগৃহে চঞ্চলের সঙ্গে ভারি চমৎকার সময় কাটলো। অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষ এবং খাঁটি বাঙালি।”
কলকাতার দর্শক ও সিনে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, সেখানকার সিনেমা-কনটেন্টের চেয়ে বাংলাদেশের কাজ অনেকটা এগিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক শুভদীপ চট্টোপাধ্যায় বলেছেন, “বাংলাদেশের ছবির এই নিখুঁত কাজ, ন্যাচারাল আলোয় শুট, এত নিখুঁত ছবি সত্যিই আমাদের এখানে তৈরি হয় না। কনটেন্টের দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে।’
বেহালার সুদেষ্ণা বিশ্বাস এবং মধ্যমগ্রামের পূর্বাশা ঘোষ নামের দুই বন্ধু এসেছিলেন ‘হাওয়া’ দেখতে। তারা জানান, কলেজের স্যারের কাছ থেকে তারা ‘হাওয়া’র গান শুনেছিলেন। এরপরই এটি দেখার আগ্রহ তৈরি হয়। সেজন্য ২৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে হাজির হন নন্দনে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সন্ধ্যা ৬টার শোতে তারা সিনেমাটি দেখার সুযোগ পেয়েছেন।
বলা বাহুল্য, ‘হাওয়া’র কলকাতা জয়ের অন্যতম শক্তি এর গান এবং অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্তর্জালের বরাতে গানগুলো আগেই কলকাতাবাসীর কানে পৌঁছে গেছে। আর ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত কাজের সুবাদে সেখানে এখন চঞ্চলের জয়জয়কার।
উল্লেখ্য, ‘হাওয়া’য় চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। এটি দেশের প্রেক্ষাগৃহে গত ২৯ জুলাই মুক্তি পেয়ে এখনও চলছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ