বিনোদন ডেস্ক
বাংলাদেশেও ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’
শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’ সুপারহিট। লম্বা সময় দর্শকদের মাত করে রেখেছে ছবিটি। এর কিছু পরেই আলোচনায় আসে শাহরুখের মুক্তি পেতে যাওয়া ‘জওয়ান’ সিনেমা। শোনা যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি। খুশির খবর হলো, এই প্রথম বাংলাদেশেও ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে একইদিন বাংলাদেশে বসেই দেখা যাবে ‘জওয়ান’ সিনেমাটি।
আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
জানা গেছে, ‘পাঠান’র পর ‘জওয়ান’ সিনেমাতেও অ্যাকশন মুডে পাওয়া যাবে শাহরুখকে। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চোখে পড়ছে। পিছিয়ে নেই বাংলাদেশের ভক্তরা।
‘পাঠান’ মুক্তির সময়ও অনেকেই ভারতে গেছেন শুধুমাত্র প্রিয় তারকার সিনেমা দেখতে! তাই বাংলাদেশের ভক্তদের দাবি, তারা ঢাকায় বসে বিশ্ব মুক্তির দিনেই ‘জওয়ান’ সিনেমাটি দেখতে চান। শুধু তাই নয়, সম্প্রতি বিভিন্ন সড়কে সিএনজির পেছনে সিনেমার পোস্টার লাগিয়ে প্রচার করতে দেখা যায় কতিপয় কিছু ভক্তকে। এবার জানা গেল, আসছে ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা-প্রযোজক অনন্য মামুন জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় রোববার (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। ‘জওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একইসঙ্গে মুক্তি পাবে বাংলাদেশ। কথা দিয়েছিলাম, কথা রাখার চেষ্টা করলাম।
জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত নীতিমালা কমিটি সিনেমা আমদানি-রপ্তানি কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘বেশ কিছু সিনেমাই আমদানির তালিকায় আছে। কিছু মুক্তির অনুমতিও পেয়েছে। তালিকায় জওয়ান সিনেমাটি আছে। তবে এর মুক্তির অনুমতি প্রসঙ্গে এ মুহূর্তে আমি কিছু বলতে পারব না।’
জওয়ান ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক, ট্রেলার ও গান প্রকাশ হয়েছে। সেগুলো বেশ আলোচনায় এসেছে। বলিউডের বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, পাঠান সিনেমার মতোই দুনিয়াজুড়ে ঝড় তুলবে শাহরুখের জওয়ান।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে