ইমরান আল মামুন
ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার কে
বর্তমানে তুমুল শীর্ষে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার কে এ বিষয়টি। প্রশ্নটি হর হামেশাই করছে ক্রীড়া জগতের সকল ভক্তরা। এই প্রশ্নটি করা হচ্ছে শুধুমাত্র ফুটবল খেলোয়ারদের জন্য।
বিশেষ করে কয়েক বছর ধরে এই প্রশ্নটি বেশি চলে আসছে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা খেলোয়াড় কে। এ নিয়ে প্রায় কয়েক বছর ধরেই বিশেষ করে মেসি এবং নেইমার ভক্তদের মধ্যে চলছে বাগ বিতন্ডা। একদল বলছেন মেসির সেরা আবার অন্য দল বলছেন নেইমার সেরা। কিছু কিছু বলছেন রোনালদো ইতিহাসের সর্ব সেরা প্লেয়ার। প্রকৃতপক্ষে কে সেরা খেলোয়াড় সে বিষয় সম্পর্কে আমরা আজকে জানব।
বিশেষ কয়েকটি জরিপ এবং বিশ্লেষকদের মধ্যে ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি পরীক্ষামূলক ধাপ অতিক্রম করতে হয়। অর্থাৎ সেরা খেলোয়াড়দের বেশ কিছু গুণ থাকে এবং খেলার পারদর্শিতা থাকে।
ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার কে
আন্তর্জাতিকভাবে বিশেষ মাধ্যম এবং গবেষণার মাধ্যমে জানা গেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দক্ষ এবং পারদর্শী খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি। যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে সর্বশেষ বিশ্বকাপটি জয়লাভ করেছে। তার গোল সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি এবং এসিস্টের সংখ্যাও অনেক বেশি।
তিনি যেমন খেলাধুলায় পারদর্শী তার স্বভাব চরিত্রটি অত্যন্ত নম্র এবং ভদ্র। অনেকে বলে থাকে তিনি যেমন সেরা খেলোয়াড় ঠিক স্বভাবের দিক থেকেও শান্তশিষ্ট সেরা তিনি। পেলে এবং রোনালদোসহ বিভিন্ন খেলোয়াড়রাও জানিয়েছে মেসিই হচ্ছে সেরা ফুটবলার। তিনি বিভিন্ন ধরনের শিরোপা জয়সহ শেষ বিশ্বকাপে তার নিজ দেশের জন্য এনে দিয়েছে বিশ্বকাপ ট্রফি।
আজকে আমরা এই সেরা খেলোয়াড় সম্পর্কে কিছু তথ্য জানবো। আমাদের তার ভক্ত হিসেবে জানা জরুরী এবং বিভিন্ন প্রয়োজনে জানা আবশ্যিক।
মেসির ফুটবল জীবনযাত্রা
সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি ২০০২ সাল থেকে বার্সেলোনার যুবদলের পক্ষ থেকে খেলা শুরু করেন। তার যাত্রা শুরু হয় তার আগের থেকেই। কিন্তু তখন থেকেই মূলত মেসেজ জীবনে নতুন বদল চলে আসে। তিনি ২০০২ সাল থেকে ২০০৩ সালে মোট ৩০ টি খেলায় ৩৭টি গোল করেছিলেন। এরপর তার আর পিছনে তাকিয়ে থাকতে হয় নি। ২০০৪ সালের ১৬ই অক্টোবরে তিনি বার্সেলোনার তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যোগদান করেন এবং সেখান থেকেই চলে দুর্দান্ত পারফরম্যান্স। এরপর থেকে দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন ব্যক্তিগত এবং তার নিজ দেশ হতে খেলছিলেন জাতীয় দলে।
এভাবে তিনি বেশ কয়েকটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও কোনভাবেই জয় করে নিতে পারছিল না তার নিজ দেশের জন্য বিশ্বকাপটি। ইতিমধ্যে তার দেশের জন্য এবং তার ক্লাবের জন্য বিভিন্ন শিরোপা জয় করে আসছিল দীর্ঘ সময় ধরে। তিনি বেশ কয়েকবার ব্যালন ডিয়ার জয় করে নিয়েছে। তার মনের মধ্যে ছিল ফিফা বিশ্বকাপের নেশা। শেষ বিশ্বকাপের আগে অবসর বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার দেশ থেকে পুনরায় ফিরে এনেছে।
সর্বশেষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয় করে নেয়। এর মাধ্যমে সমাপ্তি হয় তার ফুটবলের বিশ্বকাপ খেলাটি। বল নিয়ে দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ ে তাকে।
লিওনেল মেসি জন্মসূত্র
সর্বকালের সেরা ফুটবলার জন্মগ্রহণ করে 1987 সালের 24 জুন। তার শারীরিক উচ্চতা হচ্ছে ৫ ফুট ৭ ইঞ্চি। তিনি বর্তমানে ইন্টার মায়ামি পক্ষ থেকে খেলতেছেন। এর আগে তিনি খেলায় ছিলেন বার্সেলোনাতে। আন্তর্জাতিক ম্যাচে অর্থাৎ 175 ম্যাচে একশো তিন গোল করেন তিনি। তার জন্মস্থান হচ্ছে আর্জেন্টিনার শহরে। অ্যাথলেটিক ফুটবলার হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি তিন সন্তানের জনক।
লিওনেল মেসের সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের বায়োগ্রাফিটি দেখুন। আমাদের ওয়েবসাইটে লিওনেল মেসিকে নিয়ে একটি বায়োগ্রাফি লেখা হয়েছে এই বায়োগ্রাফি দেখতে আমাদের বিনোদন ক্যাটাগরি দেখুন।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে