বিনোদন ডেস্ক
‘মানুষ’ সিনেমা প্রচারে ঢাকা আসছেন জিৎ
টালিউড সুপারস্টার জিৎ
কলকাতার স্টার নায়ক জিৎ এখন জীবনের সেরা সময় কাটাচ্ছেন বলাই যেতে পারে। কেননা, কদিন আগেই বাবা হয়েছেন এই সুপারস্টার। তা ছাড়া আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’। এবার জানা গেলো, ‘মানুষ’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে ঢাকায় আসছেন এই টালিউড সুপারস্টার।
টালিউড সুপারস্টার জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’ মুক্তি পেতে যাচ্ছে ২৪ নভেম্বর। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।
অভিনয়ের পাশাপাশি জিৎ সিনেমাটির প্রযোজনাও করেছেন। কলকাতার পাশাপাশি একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে। আর এ কারণে ঢাকায় সিনেমার প্রচারের জন্য আসবেন জিৎ। খবর ইউএনবির
আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাবে ‘মানুষ’। এর পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ সংবাদমাধ্যমে বলেন, ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিতের সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। এ সিনেমায় মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলী, পরিচালক ও অভিনেত্রী। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আরও বেশি আগ্রহ থাকবে। জিৎও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশে প্রচারে অংশ নেবেন।’
সিনেমার প্রচারে অংশ নিতে জিৎ কবে ঢাকায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা হয়নি।
‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে