বিনোদন ডেস্ক
আর্মি ষ্টেডিয়ামের কনসার্টে গান শোনাতে যারা থাকছেন
ছবি- সংগৃহীত
শীত আসতেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে নানা ধরনের মিউজিক্যাল কনসার্টের আয়োজন। গানপ্রিয়দের মন মাতাতে এসব কনসার্টে গাইছেন তারকা শিল্পীরা। ‘কোক ষ্টুডিও বাংলা লাইভ’ কনসার্টের দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত হচ্ছে কোক ষ্টুডিও বাংলা।
কোক ষ্টুডিও বাংলা’র শিল্পীদের পারফরম্যান্সের সাথে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা। ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি ষ্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ১০০ জনের বেশী শিল্পী গাইবেন এ আয়োজনে।
এতে থাকছে শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোষ্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে কনসার্টে হাজির হবেন এলিটা করিম, শুভ (ডি রকষ্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। এছাড়াও থাকছে হাতিরপুল সেশনস, লালন ব্যান্ড এবং আর্টসেলের পরিবেশনা। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন,‘‘কোক ষ্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করছি কনসার্টটি সফল ও সার্থক হবে ”
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক ষ্টুডিও বাংলা। বাংলা সঙ্গীত ও সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরেছে প্ল্যাটফর্মটি। নতুন করে পরিচিত করেছে অনেক শিল্পীকে। তরুণ প্রজন্মের সঙ্গীত অনুরাগীরা বাংলা সঙ্গীতের মনোমুগ্ধকর জগতটিকে উপভোগ করতে পেরেছেন।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে