ইমরান আল মামুন
এনিম্যাল মুভি বক্স অফিস কালেকশন
পহেলা ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুরের সুপারহিট মুভি এনিম্যাল। ইতিমধ্যে বক্স অফিসে প্রথম দিনে কালেকশন করেছে ১০০ কোটির রুপির উপরে। যা রণবীর কাপুরের বিগত মুভি রেকর্ড ভেঙ্গে দিয়েছে নিজেই।
ছবিটি মুক্তি পাওয়ার আগে বেশ কয়েকটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিটারসহ বিভিন্ন ধরনের ভিডিও প্ল্যাটফর্মে। সেখানে একটি চুম্বনের দৃশ্য থেকে সবাই বলেছিল মুভিটি সব হতে যাচ্ছে না। আর বেশ কয়েকটি দৃশ্য দেখে এতটা আকৃষ্ট করতে পারেনি ভক্তদের। অবশেষে সকল সমালোচনা ভেঙ্গে বক্স অফিসে হিট করতে শুরু করেছে এই মুভিটি। শাহরুখ খানের পাঠান মুভির রেকর্ডে দিয়েছে। আমরা এই মুভি সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেবো।
এনিম্যাল মুভি বক্স অফিস কালেকশন
Box office collection কত সে বিষয়ে জানার পূর্বে আমরা আরও বেশ কিছু তথ্য জেনে নেব মুভিটি সম্পর্কে। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে রণবীর কাপুর এবং তার বিপরীতে অভিনয় করেছেন রাস্মিকা মান্দানা। এছাড়া রয়েছে ববি দেওয়ালের মত অভিজ্ঞ বলিউড তারকারা। মুভিটির নির্বাচন খরচ ধরা হয়েছে 100 কোটি টাকা। কিন্তু প্রথম দিনেই বক্স অফিসে কালেকশন হয়েছে এক কোটি রুপির উপরে। মুক্তির আগেই টিকেট বিক্রয় হয়েছে এক লক্ষের উপরে।
তার মধ্যে আজ রবিবার সাপ্তাহিক বন্ধের দিন। এই দিনে প্রত্যেক মুভির আয় হয় অনেক বেশি। তাই এবারও আয় হবে তুলনামূলকভাবে বেশি সবাই আশা করছে সেটি। ধারণা করা হচ্ছে গত ১০ দিনের মধ্যে ৫০০ কোটি টাকা আয় করে নেবে এই মুভিটি। অর্থাৎ বাজেটের থেকে কয়েক গুণ আয়ের সম্ভাবনা রয়েছে এখানে।
ভারতীয় সহ বাইরের দেশগুলোতে একসাথে মুক্তি দেওয়া হয়েছে এই মুভি। গল্পটি তৈরি করা হয়েছে দুটি চরিত্রের উপর নির্ভর করে। এই মুভিটি দেখার জন্য অবশ্যই আপনাকে বর্তমানে হলে টিকিট কিনে যেতে হবে। সবার জন্য এখনো উন্মুক্ত করে দেয়া হয়নি। এই ছিল এনিম্যাল মুভির বক্স অফিস কালেকশন।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে