ইমরান আল মামুন
মনোজ কুমার শর্মার আত্মজীবনী | 12th Fail Original Story
আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা 12th Fail Original Story সম্পর্কে। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারবেন মনোজ কুমার শর্মার আত্মজীবনী সম্পর্কে।
সম্প্রীতি সময়ে বাংলাদেশ এবং ভারতের ভাইরাল হয়েছে একটি ফিল্ম। যার নাম হচ্ছে 12th Fail. আর এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দ্বাদশ শ্রেণীতে ফেল করা একজন শিক্ষার্থীর আইপিএস হওয়ার পিছনে সকল ঘটনাকে। আর এই ফিল্ম তৈরি করা হয়েছে মূলত সত্য ঘটনার অবলম্বনে। অর্থাৎ মনোজ কুমার নামের এক ব্যক্তি রয়েছে ভারতে। তার জীবনের উপর ভিত্তি করে এই শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে যা সম্প্রতি সময়ে দর্শকদেরকে ব্যাপক আকর্ষণ করেছে। একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছে। এই সত্য ঘটনা অবলম্বনের কাহিনী এবং এই ঘটনা সম্পর্কে জানব।
12th Fail Original Story | মনোজ কুমার শর্মার আত্মজীবনী
মূলত তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান নাগরিক। ছোটবেলা থেকে তার পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। পারিবারিকভাবে বেশ অসচ্ছল ছিল তিনি। এরপর পরিবারের চাপে পড়াশোনা করতে থাকেন এবং মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় বিভাগ থেকে পাশ করেন। এরপর একাদশ শ্রেণীতে ভর্তি হোন আর তখন থেকেই তিনি শিক্ষার সকল বিষয় সম্পর্কে জানতে পারেন এবং নিজের ক্যারিয়ারের প্রতি সচেতন হন। উচ্চ মাধ্যমিকের পড়াশোনা কালীন সময়ে তিনি হিন্দি বিষয়ে বাদে বাকি সব বিষয়ে ফেল করেছিলেন। অর্থাৎ আর অন্যান্য কোন বিষয় তিনি পাশ করতে পারেনি।
দ্বাদশ শ্রেণীতে ভর্তি হন এবং পড়াশোনা করেন তখন দেখা যায় ওই স্কুলে নকল করার আইন ছিল বেশ কঠিন। আর মনোজ কুমার শর্মার ধারণা হয় প্রিন্সিপালের উপরেও একজন বড় কর্মকর্তা রয়েছেন। এরপরে তার মনে হয় পাবলিক সার্ভিস কমিশনে তিনি যোগদান করবেন এবং ঐরকম একজন কর্মকর্তা হবে না। তখন থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। এরপর তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং উচ্চতর ডিগ্রি অর্জন করতে শুরু করে। আর তারপর তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। তার স্বপ্ন সত্যি হয় অবশেষে। কিন্তু তিনি যখন এর প্রস্তুতির জন্য দিল্লিতে আসেন তখন তিনি অটো চালিয়েছেন আবার বিভিন্ন ধরনের ছোট খাটো কাজ করে পড়াশোনা করেছেন এবং প্রস্তুতি গ্রহণ করেছে। আর এই বিষয় তুলে ধরা হয়েছে 12th Fail Original Story তে। চতুর্থবার চেষ্টায় ইউপিএসসি হন তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
মনোজ কুমার শর্মার আত্মজীবনী মুভিতে অংশগ্রহণ করেছেন যারা
- মনোজ কুমার শর্মার চরিত্রে বিক্রান্ত ম্যাসি
- শ্রদ্ধা জোশী চরিত্রে মেধা শঙ্কর
- প্রীতম পান্ডে চরিত্রে অনন্ত ভি জোশী
- তানিয়া চরিত্রে রাধিকা জোশি
- কিষানের চরিত্রে ফাসি খান, শ্রদ্ধা বাড়ির চাকর
- গৌরী ভাইয়ার চরিত্রে আংশুমান পুষ্কর
- ডিএসপি দুষ্যন্ত সিং চরিত্রে প্রিয়াংশু চ্যাটার্জি
- নৌ চরিত্রে সঞ্জয় বিষ্ণোই
- বিকাশ দিব্যকীর্তি নিজেই ড
- সুন্দর চরিত্রে বিজয় কুমার ডোগরা
- রজনীর চরিত্রে পেরি ছাবরা
- মিস্টার সোলাঙ্কির চরিত্রে দারিয়াস চিনয়
- মনোজের মায়ের ভূমিকায় গীতা আগরওয়াল শর্মা
- মনোজের বাবার চরিত্রে হরিশ খান্না
- দাদির চরিত্রে সরিতা জোশী
12th Fail Original Story মুভিটি নির্মাণ করতে খরচ হয়েছে ২০ কোটি রুপি আর আয় করে নিয়েছে 66.58 কোটি রুপি। এভাবে চলমান রয়েছে বিভিন্ন ধরনের ওটিটি প্লাটফর্মে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২৩ অক্টোবর ২০২৩ এ। প্রথমে হিন্দিতে এই মুভিটি মুক্তি দেয়া হলেও পরবর্তী সময় যখন সফলতা আসে তখন তামিল এবং তেলেগু ভাষায় এ মুভিটি ডাবিং করে মুক্তি দেয়। মনোজ কুমার শর্মার আত্মজীবনী মুভি সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো।
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে