বিনোদন প্রতিবেদক
ভালোবাসা দিবসে আসছে সমরজিৎ-প্রিয়াংকার নতুন গান ‘ইচ্ছেগুলো’
সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ।
আর একদিন পরেই বিশ্ব ব্যাপী পালিত হবে ভালোবাসা দিবস। প্রতিবছর ভালোবাসা দিবসকে ঘিরে কিছু গান প্রকাশ পায়। শিল্পীরাও তাই অপেক্ষায় থাকেন ভালোবাসা দিবসে গান প্রকাশের। বাংলাদেশের দুই গুণী জনপ্রিয় সংগীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ ইতিমধ্যেই এক অনন্য জুটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আসছে ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাচ্ছে এই দুই শিল্পীর যৌথভাবে গাওয়া গান ‘ইচ্ছেগুলো’।
সঞ্জয় রায়ের কথা এবং সমরজিৎ রায়ের সুর ও সঙ্গীতায়োজনে নির্মিত এ গান ভালোবাসা দিবস উপলক্ষ্যে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে প্রকাশিত হবে আগামীকাল (১৩ ফেব্রুয়ারি)।
গানের ব্যাপারে শিল্পী সমরজিৎ রায় বলেন, "আমাদের দু'জনের গানের প্রতি যাঁদের বিশেষ ভালোবাসা রয়েছে, চেষ্টা করেছি তাঁদের পছন্দ হওয়ার মতোই ভীষণ মিষ্টি প্রেমের একটি গান তৈরি করার। অসাধারণ কথার এই গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য উপহার হিসেবে রইলো।"
প্রিয়াংকা গোপ বলেন, "আমাদের গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ কিছু। চমৎকার একটি গান বেঁধেছেন সমরজিৎ দাদা, গাইতেও ভীষণ ভালো লেগেছে। আমাদের গানের জন্য যাঁরা অপেক্ষায় থাকেন আশা করি সেই শ্রোতারা দারুণ কিছু পাবেন এই ভালোবাসা দিবসে।"
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে