বিনোদন ডেস্ক
চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল
চলচ্চিত্র শিল্পী সমিতি`র সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
বাংলাদেশের সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং চলচ্চিত্র শিল্পী সমিতি'র সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে।
শনিবার (০২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় বর্তমান কমিটি এই সিদ্ধান্ত নেয়।
সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন তিনি।
খসরু বলেন, ‘আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনের ৯ নম্বর বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।’
ঘোষণাপত্রে জানানো হয়, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত বছরের ২ এপ্রিলে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।
কারণ হিসেবে বর্তমানে সংগঠনের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও একই কথা বলেন।
এদিকে তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও শনিবারের বনভোজনে দাওয়াত না পাওয়ায় অবাক হওয়ার কথা জানান জায়েদ খান।
তিনি বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমন কি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেননি। বিষয়টিতে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।’
জায়েদ আরও বলেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানে অন্তত আমাকে কার্ড পাঠাতে পারত; সেটাও করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে