বিনোদন ডেস্ক
কলকাতায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতলেন জয়াসহ ৩ বাংলাদেশি
কলকাতায় ফিল্মফেয়ার এওয়ার্ডস জিতেছেন বাংলাদেশের এই তিন অভিনয়শিল্পী।
কলকাতায় হয়ে গেলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস প্রদানের ঝমকালো আয়োজন। যে আয়োজনে ছিলেন বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীরাও। যাদের মধ্যে এই সময়ে আলোচিত তাসনিয়া ফারিণও রয়েছেন।
শুক্রবার (২৯ মার্চ) কলকাতায় বসছিল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসর। এবারের আসরে
বাংলাদেশীদের মধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল।
এবার দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কারটি তিনি না পেলেও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জয়া।
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তার লড়তে হয়েছে অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণও পেয়েছিলেন দুটি মনোনয়ন। সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার এসেছে তার ঘরেই। তার সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।
এছাড়া সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন ফারিণ। একই শাখায় ছিল বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের মনোনয়ন। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন অপি করিম। আর অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিন। তাদের সঙ্গে তালিকায় আরও ছিলেন অনুরাধা মুখোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। এই শাখায় অবশ্য অপি কিংবা ফারিণ, কেউই পুরস্কার পাননি।
সেরা নবাগত অভিনেতার পুরস্কারও এসেছে বাংলাদেশে। 'মায়ার জঞ্জাল' সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন সোহেল মন্ডল। যদিও ভিসা না থাকায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায়ও ছিলেন সোহেল মন্ডল।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে