বিনোদন ডেস্ক
আমেরিকায় বসে সালমান খানকে গুলি করে হ-ত্যা-র পরিকল্পনা
গো লা গু লি র পর সালমান খানের বাড়ির আশপাশে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। ছবি- সংগৃহীত
রোববার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে মোটরবাইকে চরে এসে প্রকাশ্যে গু লি চালায় দুই ব্যক্তি। এরপরই পুরো ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। ইতিমধ্যেই এর দায় স্বীকার করেছে বিষ্ণই গ্যাং। প্রকাশ্যে এসেছে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ। মুম্বাই পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পরিকল্পনা হয়েছে যুক্তরাষ্ট্রে বসে।
পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক গ্যাংস্টার রোহিত গোদারার কাছে শুটার বাছাইয়ের দায়িত্ব অর্পণ করেছিলেন। গোদারার পেশাদার শুটারদের নেটওয়ার্ক পুরো ভারতের বিভিন্ন রাজ্যে বিস্তৃত আছে।
গোদারা এ হামলার পুরো দায়িত্ব দেন শুটার বিশালকে। এর আগে গোদারার বিভিন্ন অপারেশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বিশাল। সবশেষ গত মাসে গুরুগ্রাম-ভিত্তিক ব্যবসায়ী শচীন মুঞ্জালের খু নে র ঘটনায় বিশালকে খুঁজছে পুলিশ। তাই সালমানের বাড়িতে এ হামলার দায়িত্বও পান বিশাল ওরফে কালু।
পুলিশ জানিয়েছে, বিশাল এবং অন্য আরেক সন্দেহভাজন রায়গড় জেলা থেকে একটি সেকেন্ড-হ্যান্ড বাইক কিনে সালমান খানের বাড়িতে পৌঁছান। এই বাইক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। কেসটি বর্তমানে মুম্বাইয়ের অপরাধ শাখা দেখছে। জড়িতদের ধরতে মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব এই পাঁচটি রাজ্যের পুলিশ সমন্বিত প্রচেষ্টা শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি সূত্র জানিয়েছে, সালমান খানের বাড়ির বাইরে অবস্থান করা পুলিশের গাড়িটি গতকাল রোববার সকালে সেখানে উপস্থিত ছিল না।
এদিকে প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তিকে সালমানের বাড়ির সামনে দিয়ে বাইকে করে যেতে দেখা যায়। যেতে যেতে আচমকাই বাইকের গতি কমিয়ে দেন তাঁরা। তারপরই এক ব্যক্তি বাইক ধীর গতিতে চালাতে থাকেন, অন্যদিকে আরেকজন সালমান খানের বাড়িকে উদ্দেশ্য করে গুলি করতে থাকেন। তারপরই বাইক নিয়ে সেখান থেকে তাঁরা সরে পড়েন।
উল্লেখ্য, সবশেষ জেল থেকে সালমান খানকে হ ত্যা র হুমকি দেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। লরেন্স তখন জানিয়েছিলেন, তাঁর জীবনের একমাত্র লক্ষ্য সালমান খানকে হ ত্যা করা। ২০১৮ সাল থেকেই সালমান খানকে হ ত্যা র পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খু নে র হুমকির অভিযোগে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।
মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখে তাঁকে হ ত্যা র ছক কষেছিলেন লরেন্স।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে