Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২০ আগস্ট ২০২৪

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা ‘মাদার অব ডেমোক্রেসি’

খালেদা জিয়ার পাওয়া আলোচিত সেই `মাদার অব ডেমোক্রেসি` সম্মাননা সনদ।

খালেদা জিয়ার পাওয়া আলোচিত সেই `মাদার অব ডেমোক্রেসি` সম্মাননা সনদ।

দেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে ওই সিনেমাটি করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করা হয়েছে। 

‘মাদার অব ডেমোক্রেসি’ নামে সিনেমা বানাতে চাওয়া পরিচালক দাবি করেছেন, চলচ্চিত্রটি নির্মাণ জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। অক্টোবরে শুট শুরু হবে। 

পরিচালক জামান বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই জামান কিছু বলতে চাননি। আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’ 

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়